টানা বর্ষনে খাগড়াছড়ি সদরের আড়াইমাইল ধর্মঘর এলাকায় পাহাড় ধসে ৩ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ।
জানা যায়,রাতে টানা বর্ষনের ফলে শুক্রবার রাতে খাগড়াছড়ি সদরের আড়াইমাইল ধর্মঘর এলাকায় তিনটি দোকানে পাহাড় ধসে পড়লে ৩টি দোকানঘর ক্ষতিগ্রস্থ হয়। এতে মাটি ও দেওয়াল চাপা পড়ে দোকানে থাকা মোটর সাইকেল হোন্ডা, ফ্রিজ, কম্পিউটার, কাপড়, কসমেটিকসহ তিন লক্ষাধিক টাকার মালমাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও সাংবাদিক এশিয়া টেলিভিশনের জেলা প্রতিনিধি অংহ্লাগ্য মারমা জানান, শুক্রবার থেমে থেমে মুষলধারে বৃষ্টিতে রাতে পাহাড় ধসে পড়ে । এতে তিনটি দোকানে থাকা তিন লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়েছে । পাশ্ববর্তী এলাকার দোকান ও বাড়ীতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে ।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, এ ব্যাপারে তাকে কেউই এখনো কেরেনি। এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ব্যবস্থা নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.