বৃহষ্পতিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় শিশু অধিকার বিষয়ে সচেতনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প পানছড়ির উপ-প্রকল্প ব্যবস্থাপক শুভাশীষ চাকমার স্বাগত বক্তব্যর মধ্যে দিয়েই শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুদক সভাপতি বকুল চন্দ্র চাকমা, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গা, পানছড়ির বিভিন্ন অধিদপ্তরের বিভাগীয় প্রধান, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য/সদস্যা, কার্বারী ও বিভিন্ন পাড়া উন্নয়ন কমিটির সভাপতি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.