উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা শিকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় ব জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান রঞ্জিত পাটোয়ারী বাসুর সভাপতিত্বে অতিথি ছিলেন ,উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা:চন্দন দাশ,হাবিবুল আলম,কেন্দ্রীয় সংসদের সদস্য সুনীল ধর,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জেবুন্নেছা রহিম,খেলাঘর আসর রাঙামাটির সভাপতি সুনীল কান্তি দে,রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা,জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক বিজয় ধর,খোরশেদ আলম খোকন,সাগর পাল। সম্মেলন আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে উদীচীর শিল্পীদের পরিবেশনায় গনসংগীত ও নৃত্য পরিবেশিত হয়।
সন্মেলনে বক্তারা ব্যাক্তিসর্বস্বতা,সাম্প্রদায়িকতা ও অপসংস্কৃতির দ্বারা লালিত বিকৃত চিন্তা-চেতনা থেকে মুক্ত হয়ে ব্যাক্তি ও সমাজের পরিপুর্নতা অর্জনের সাধনায় মানুষের ব্রতী হতে হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন,স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জনগনের যে সংগ্রাম শহীদদের যে আত্মদান,তার মুল লক্ষ্য ছিল একটি শোষনহীন সুখী সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠা করা।কিন্তু এখনো তা আমরা এখনো করতে পারিনি। দেশে আজ এক গ্লানিকর ও বিপরীত বাস্তবতা আমাদের জীবন ঘিরে রেেেখছে,গ্রাস করে চলেেেছ আমাদের স্বাধীনতার অর্জনসমুহ। রুদ্ধ করে চলেছে আমাদের মানবিক বিকাশের সকল পথ। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান আজ ক্ষতবিক্ষত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.