রাজধানীতে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্র উক্যছাইং মারমাকে মঙ্গলবার বিকালে বাঙ্গাহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ শশ্মানে তাকে কবর দেওয়া হয়েছে।
,সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হয়। এতে ঘটনায় গুরুতর দগ্ধ অনেক শিক্ষার্থীর মতো উক্য সাইং মারমাকেও রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আইসিইউতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় মারা যায় সে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার কলেজ পাড়া নিজ বাড়ীতে পৌছায় উক্য সাইং এর নিথর মরদেহ। তবে আত্বীয়-স্বজনদের ইচ্ছায় ওই দিন সন্ধ্যায় কবর না দিয়ে বুধবার বিকাল সৌয়া চার দিকে বাঙ্গাহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ শশ্মানে তাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার আগে বৌদ্ধ ধর্মীয় গুরুরা যথাযথ ধর্মীয় আনুষ্টানিকতা শেষ করেন। এসময় উক্য সাইং এর বাবা উসাইমং মারমা, মা তেজিপ্রু মারমা, আত্বীয়-স্বজনসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত লোকজন উপস্থিত ছিলেন। দুপুরের দিকে বিভিন্ন স্থান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও লোকজন উক্য সাইং এর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধায় জানান।
বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, উক্যসাইং মারমাকে কবর দেওয়ার আগে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ধর্মীয় অনুষ্ঠানিকতা করেছেন। এছাড়া বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের উদ্দেশ্য এক মিনিটও নীরবতা পালন করা হয়। পরে তাকে বাঙ্গাহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ শশ্মানে কবর দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.