২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামায়াত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ-মিছিলের আয়োজন করা হয়।
শহরে বনরুপা চৌমহনীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুই প্রæ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনসুর আলী, কাপ্তাই আওয়ামীলীগের সভাপতি অংশুসাইন চৌধুরী, রাঙামাটি সদর আওয়ামীলীগের নেতা দীপক চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর। সমাবেশে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী যোগদান করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল রাঙামাটি পৌর চত্বর থেকে শুরু বনরুপা এলাকায় গিয়ে শেষ হয়।
সমবেশে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল সরাসরি বিএনপি-জামায়াত মদদে। তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামীলীগকে নিশ্চিহৃ করা ও গণতন্ত্রকে হত্যা করে দেওয়া। এখনো গ্রেনেড হামলায় জড়িতদের বিচার হয়নি। জড়িতদের দ্রæত বিচার করতে হবে। আগামীতে বিএনপি-জামায়াতের যে কোন দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যদ্ধ থাকতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.