আগামী ১লা মে থেকে তিন মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদের সকল প্রকাশ মাছ শিকার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে এক বৈঠকে কাপ্তাই হ্রদের মাছের ডিম ছাড়ার মৌসুমে সুষ্টু প্রজননের স্বার্থে মাছ শিকার তিন মাস বন্ধ রাখার ঘোষণা দেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, মৎস্য উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসির ব্যাবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় আগামী ১ মে থেকে কাপ্তাই হ্রদের সকল প্রকার মাছ শিকার ও আহরণ, বাজারজাত করণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। মাছ শিকার বন্ধরে সময়ে কাপ্তাই হ্রদের জেলেদের ভিজিএফ খাদ্য সহায়তা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.