বুধবার রাঙামাটিতে জেন্ডার ও দ্বন্ধ সংবেদনশীল শিক্ষা অনুশীলন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। সভাপতিত্ব করেন জেলা পরিষদ এবং ইউএনডিপি যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র ফোকাল পার্সন অরুনেন্দু ত্রিপুরা। চার দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনসালট্যান্ট তনয় দেওয়ান। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা এবং প্রকল্প কর্মকর্তাসহ ২৮ প্রশিক্ষণার্থী অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.