খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার উত্তর রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সুমন দেওয়ান (৪৫)-এর অকাল মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার সকালে আকস্মিক হৃদযন্ত্রেও ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে অকাল মৃত্যুবরণ করেন উত্তর রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সুমন দেওয়ান। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে।
প্রধান শিক্ষক সুমন দেওয়ান অকাল মৃতু্তে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক মোঃ জাহেদুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম, সাঃ সম্পাদক কানন আচার্য্য, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ কাশেম, দীঘিনালার বিশিষ্ট শিক্ষাবিদ হাজী মোঃ জসিম উদ্দিন, দীঘিনালা বনশ্রী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ জেসমিন চাকমা, দীঘিনালা হেডম্যান এসোসিয়েশনের নেতা দীপংকর দেওয়ান, দীঘিনালা উপজেলা শিক্ষক সমিতির নেতা আমজাদ হোসেন চৌধুরী, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া পৃথক পৃথক শোকবার্তায় প্রয়াত প্রধান শিক্ষক সুমন দেওয়ানের অকাশ মৃত্যুতে শোক জ্ঞাপনের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদন প্রকাশ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.