রাঙামাটিতে সিএনজি অটোরিকশা (সিএনজি)রেজিস্ট্রেশনের দাবিতে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন সিএনজি চালকরা। রাঙামাটি শহরের অনটেষ্ট সিএনজির চালকরা রেজিস্ট্রেশনের দাবিতে এ অবস্থান নেন।
জেলা প্রশাসন কার্যালয় সামনে সিএনজির চালকরা ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেন। পরে সিএনজির চালক নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন। জেলা প্রশাসককে চালকরা তাদের দাবীর কথা তুলে ধরেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, গাড়ীর চালক মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান সিএনজি চালকদের পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
সিএনজি চালক বলেন, তাদের দাবি অনতিবিলম্ববে আবেদনকৃত অনটেষ্ট সিএনজিগুলোকে রেজিস্ট্রেশনে আওতায় এনে পর্যাক্রমে রেজিস্ট্রেশন দিতে হবে। অন্যথায় আন্দোলনে নামার হুমকি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.