মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে অনলাইনে রচনা লিখন এবং চিত্রাঙ্কন প্রতিযোিগতার আয়োজন করা হয়েছে।
বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির অনলাইন শিক্ষা কার্যক্রম গুগল ক্লাশের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে| তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষ্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে| প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বই এবং অন্যান্য উপহার দিয়ে পুরস্কৃত করা হয়|
এছাড়া দিবসটি উপলক্ষ্য লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদ বলেন, মহান বিজয় দিবস লক্ষ প্রাণের বিনিময়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন| আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিজস্ব পতাকা এবং জাতীয় সংগীত| এ বিজয় সকল ছাত্র-ছাত্রীর হৃদয় I মনে এনে দিবে উৎফুল্লতা এবং এগিয়ে চলার প্রেরণা| খুলে দিবে সম্ভাবনার দুয়ার|
দিবসটি পালনে আমাদের নানামুখী কার্যক্রমের পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে তার অনেক কিছুই করতে পারছি না| তবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে অনলাইনে রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিদার আয়োজন করা হয়েছে| এতে শিক্ষার্থীরা মহান বিজয় দিবস এর তাৎপর্য সম্পর্কে জানতে পারবে|
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.