১২ ডিসেম্বর থেকে নতুন বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত ছয় সমাপ্তব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দির প্রাজ্ঞনে হাম-রুমলা কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জেন ডা. বিপাশ খীসা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিনোদ শেখর চাকমা, হাম রুমেলা টিকা কার্যক্রম কর্মসূচির তত্তাবধায়ক জয়সেন তংচঙ্গ্যাসহ স্বাস্থ্যকর্মীরা।
হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে রাঙামাটি জেলার ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ১ লাখ ৩৮ হাজার শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
.