রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার গবাঘোনা এলাকায় আত্ম-সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় দরিদ্র ২০ টি পরিবারের মাঝে গরু, ছাগল ও ঢেউটিন এবং হাঁস মুরগী ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার গবাঘোনা বাজারে দরিদ্র জনগোষ্ঠীর হাতে এসব নগদ অর্থ তুলে দেন রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনলয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
এ সময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের আওতায় গবাঘোনা গ্রামের ২০ জন দরিদ্র সুফলভোগীকে ১ টি করে গরু, দুটি করে ছাগল, দুই বান রঙ্গিন ঢেউটিন এবং হাঁস মুরগী ক্রয় করার জন্য ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.