রাঙামাটির বরকল উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বরাদ্দকৃত খাদ্যশস্য( চাল),নগদ অর্থ ও জেলা পরিষদের বিশেষ বরাদ্দ খেটে খাওয়া পরিবার,হতদরিদ্র জেলে ও শিশুর মাঝে বিতরণ করা হয়েছে।
বরকল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১নং ওয়ার্ডে বুধবার বরকল বাজারে জেলা পরিষদের বরাদ্দকৃত( চাল) হতে প্রতি পরিবার ১৫কেজি করে ৩০ পরিবারকে ৪শ ৫০ কেজি চাল এবং সরকারের বিশেষ বরাদ্দ জি.অার চাল দুষ্ট পরিবারের মাঝে প্রতি পরিবার ১০কেজি করে ২০ পরিবারকে ২শ কেজি চাল ও জি.আর ক্যাশ পরিবর্তে প্রতি জন ১কেজি ৫০০ গ্রাম আলু সর্বমোট ৩০ কেজি আলু ,হতদরিদ্র জেলেদের মাঝে প্রতি জনকে ৪০কেজি করে ১৪ জন কে ৫শ ৬০ কেজি চাল এবং শিশু খাদ্য পরিবর্তে(নগদ অর্থ) প্রতি শিশু ২শ৫০টাকা করে ১০ জন শিশুকে ২হাজার ৫শ টাকা বিতরণ করা হয়।
এসব ত্রাণ বিতরণ করেন বরকল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ অাবু বক্কর।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.