ইউপিডিএফের রামগড় উপজেলা ইউনিটের সংগঠক অপু ত্রিপুরাকে আটক, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে রোববার খাগড়াছড়ির মানিকছড়ি, রামগড় ও গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফ, পিসিপি ও ডিওয়াইএফ’র যৌথ উদ্যোগে পৃথক পৃথকভাবে উক্ত তিন উপজেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানিকছড়িতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইউপিডিএফের মানিকছড়ি উপজেলা ইউনিটের সংগঠক এডিশন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের মানিকছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক চিনু মারমা ও পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল চাকমা প্রমুখ।
রামগড়ে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে ইউপিডিএফের রামগড় অঞ্চলের সদস্য সাবাক চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোামের রামগড় উপজেলা সভাপতি সুরেশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)রামগড় উপজেলার সাংগঠনিক সম্পাদক বাহাদুর ত্রিপুরা। সমাবেশে সভাপতিত্ব করেন ইউপিডিএফ সংগঠক দবন চাকমা।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর গুইমারা ও মাটিরাঙ্গা শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পিসিপি’র মাটিরাঙ্গা শাখার সহ সভাপতি অনিমেষ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র মাটিরাঙ্গা উপজেলা সভাপতি শান্ত চাকমা ও গুইমারা উপজেলা সভাপতি হেমন্ত চাকমা।
এসব সমাবেশ থেকে বক্তারা ইউপিডিএফ সংগঠক অপু ত্রিপুরাকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের প্রতিনিধিত্বকারী দল ইউপিডিএফের ওপর পরিকল্পিতভাবে দমন-পীড়ন চালানো হচ্ছে। আর এর অংশ হিসেবে একের পর এক নেতা-কর্মীদের অন্যায়ভাবে আটক করে বিচার বহির্ভুত হত্যা, নির্যাতনসহ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। আর আদালত থেকে জামিন পেলেও মুক্তি না দিয়ে কারাগারের ভেতর নেতা-কর্মীদের তিলে তিলে হত্যা করা হচ্ছে।
বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা তুলে নিয়ে আটক অপু ত্রিপুরাসহ সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি, অন্যায় দমন-পীড়ন বন্ধ করা ও পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.