খাগড়াছড়ির মহালছড়িতে করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন রোধে সৃষ্ট সংকট মোকাবেলায় কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করেছে মনাটেক যাদুগানালা মৎষ্যচাষ বহুমূখী সমিতি লি:।
বৃহস্পতিবার সকাল থেকে সিঙ্গিনালা শাপলা ক্লাব, সিঙ্গিনালা মিলেনিয়াম ক্লাব, করল্যাছড়ি, রাধামন বাজার ও মনাটেক গ্রাম এলাকার জনসাধারণের মাঝে এ খাদ্যশষ্য বিতরন করা হয় এবং করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ সংক্রান্ত জনসচেতনতামুলক আলোচনা করা হয়।
এতে অংশ নেন আমেরিকা প্রবাসী ও সম্প্রতি ইলিশ মাছের জীন আবিষ্কারক ড. মংসানু মারমা, সোনাইমুড়ি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অংগ্যজাই মারমাসহ অনেকে। ২ এপ্রিল খাদ্য সামগ্রী বিতরনকালে মনাটেক যাদুগানালা মৎষ্যচাষ বহুমূখী সমবায় সমিতির সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি রত্ন উজ্জল চাকমা জানান, করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন ও দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.