আসন্ন বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। সভায় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সকল বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি, হেডম্যান, সাংবাদিক, শিক্ষক এবং এনজিও প্রতিনিধিরা উপস্হিত ছিলেন। সভায় জাতীয় কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে যথাযথ মর্যাদায় আগামী ১৫ ডিসেম্বর হতে ১৭ ডিসেম্বর পর্যন্ত বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠান করার সিদ্বান্ত গৃহীত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.