বুধবার খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠনের ১৩তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। অন্য দুটি সংগঠন হল হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিওএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
পাহাড়ি ছাত্র পরিষদ লক্ষ্মীছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক হৃদয় চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,লক্ষ্মীছড়ি সদর এলাকায় আয়োজিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশন লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি রেশমি মারমা। এসময় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর লক্ষ্মীছড়ি উপজেলা ইউনিটের সংগঠক অমর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক অনিল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি রোনাল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চৈতালী চাকমা ও লক্ষ্মীছড়ি উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীল চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া অধিবেশনে দুইল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা(দয়াধন) ও লক্ষীছড়ি সদর ইউনিয়নের সদস্য সুভাষ চাকমা ও বিভিন্ন উপজেলা কলেজ থেকে পিসিপি, যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ। কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মংসাচিং মারমা উপস্থিত ছিলেন। অধিবেশন সঞ্চালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ক্যাম্রং দেওয়ান।
এর আগে গণতান্ত্রিক আন্দোলনের নিহতদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এবং আলুটিলা ট্রাক চাপায় নিহতের আত্মা শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে কাউন্সিল অধিবেশনের উপস্থিত সকলে সর্বসম্মতি ক্রমের রাজ চাকমাকে সভাপতি, নয়ন চাকমাকে সাধারণ সম্পাদক ও পাইসুই মং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদ, রিপন চাকমাকে সভাপতি, ক্যাম্রং মারমাকে সাধারণ সম্পাদক ও কিরন চাকমা সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক যুব ফোরাম ও রেশমি মারমাকে সভাপতি, থুইসুনু মারমাকে সাধারণ সম্পাদক ও চন্দনা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশনের নতুন কমিটি গঠিত হয়।
নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক অনিল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয কমিটি সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চৈতালী চাকমা।
কাউন্সিল অধিবেশন ইউপিডিএফ নেতা অমর চাকমা তার বক্তব্যে বলেন, পৃথিবীর যে কোন ইতিহাসের জাতির ক্রান্তির লগ্নে ছাত্র-যুব-নারী সমাজরা অধিকারের জন্য আন্দোলন করে থাকে। পার্বত্য চট্টগ্রামের এই ছাত্র-যুব-নারী সমাজরা শাসক গোষ্ঠীর সকল ধরণের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে জুম্ম জাতির মুক্তির জন্য আন্দোলন করে যাচ্ছে।
তিনি, সকল ঘাঁট প্রতিঘাঁট পেরিয়ে, বৃহত্তর জাতীর স্বার্থে নিজেদেরকে আদর্শিক লাইনে প্রতিষ্ঠিত করে আন্দোলন সংগ্রাম জোরদার করতে আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.