• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধের প্রথমদিন চলছেনা দুরপাল্লার গাড়ি                    দীঘিনালায় সহিংস ঘটনায় নিহত ৩, আহত ১০                    দীঘিনালায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া,বাজারে আগুনে পুড়েছে অর্ধ শতাধিক দোকানপাট                    
 
ads

উৎসব পরিবেশে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করলো মাটিরাঙ্গার সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2015   Tuesday

উৎসব পরিবেশে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করলো মাটিরাঙ্গার সাপমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিদ্যালয়টিতে সরকারি নির্দেশনা মেনে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গঠিত হয় নির্বাচন কমিশন। বিকাল  আড়াইটায় ভোটগণনা শেষে প্রার্থী ও সমর্থকদের সামনে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার নিক্সন চাকমা। ঘোষিত ফলাফল অনুযায়ী ৩য় শ্রেণি থেকে জয়সেন চাকমা ও সুপ্রিয়া চাকমা; ৪র্থ শ্রেণি থেকে চন্দনা ত্রিপুরা, ও পেট কুমার ত্রিপুরা; ৫ম শ্রেণি থেকে জলতা চাকমা, চন্দ্র বিকাশ ত্রিপুরা ও নয়ন ত্রিপুরা প্রাথমিকভাবে স্টুডেন্টস কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়।

 

এতে পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনার নিক্সন চাকমা, প্রিজাইডিং অফিসার বিনয় চাকমা, পোলিং অফিসার কর্ণ জ্যোতি ত্রিপুরা ও অপর সহপাঠি পোলিং অফিসার মিকি চাকমা।

 

তাছাড়া ৪র্থ শ্রেণির ছাত্র মর্তজয় ত্রিপুরা ও ৫ম শ্রেণির ছাত্রী এলিনা চাকমাকে ভোটকক্ষ পাহাড়া দেয়ার জন্য নিরাপত্তা পুলিশ হিসেবে নিয়োগ দেয়া হয়। নির্বাচন শিডিউল অনুযায়ী মনোনয়নপত্র আহবান করা হয় ১৫ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দানের শেষ দিন এবং একই দিন মনোনয়ন বাছাই ও বৈধপ্রার্থীর তালিকা প্রকাশ হয়। নির্বাচন কমিশন মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত তালিকা প্রকাশ করে গত ১৯ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কান্তি চৌধুরী জানান খুব শীঘ্রই নির্বাচিত সদস্যদের পরিপত্র মোতাবেক ৭টি ভিন্ন ভিন্ন  দপ্তর বন্টন করা হবে।সেগুলো হল শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, ক্রিয়া ও সংস্কৃতি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, শৃংখলা বিষয়ক মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় এবং বাগান সৃজন ও পরিবেশ মন্ত্রণালয়।

 

প্রধান শিক্ষক আরও জানান ছাত্র-ছাত্রীদের মাঝে প্রাথমিক পর্যায় থেকেই নেতৃত্ব ও গণতন্ত্রমনা তৈরি করা এই নির্বাচনের প্রধান উদ্দেশ্য। তাছাড়া গ্রামে এমন নির্বাচন আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণকে ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচন সম্পর্কে সচেতন করা যায়। কাউন্সিল নির্বাচন সম্পর্কে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিখিল চন্দ্র ত্রিপুরা জানান, “প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের তত্ত্বাবধানে নির্বাচন কমিশন দক্ষতার সাথে সুষ্ঠুভাবে কাউন্সিল নির্বাচন সম্পন্ন করতে পেরেছে। আমি অত্যন্ত আনন্দিত। আবার অন্যদিকে বিদ্যালয়ের জন্য  স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানির ব্যবস্থা না থাকায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের খুব অসুবিধা দেখা দেয়। সেজন্য দু:খ লাগে।

 

উল্লেখ্য ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হওয়া সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৬ সালে জাতীয়করণের আওতায় আসে। ফলাফল ঘোষণা শেষে বিজয়ীসদস্যদের সাথে তাদের অনুভূতি জানতে চাইলে ৫ম শ্রেণির ছাত্রী জলতা চাকমা পানিসম্পদ মন্ত্রণালয় অথবা বাগানসৃজন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ইচ্ছা ব্যক্ত করে। পাশে দাঁড়িয়ে ৪র্থ শ্রেণির অপর বিজয়ী সদস্য জানায় তার ইচ্ছা হলো ক্রিয়া ও সংস্কৃতি মন্ত্রণালয় অথবা যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ইচ্ছা ব্যক্ত করে ৪র্থ শ্রেণির প্রতিনিধি সদস্য পেট কুমার ত্রিপুরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ