• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    খাগড়াছড়ির অনন্য এক প্রাথমিক শিক্ষক রুপা মল্লিক,যাঁর পথচলার বাঁকে বাঁকে শ্রম আর সাফল্য                    পরবর্তী বাংলাদেশের এনসিপি নেতৃত্বে দেবে-হাসনাত আবদুল্লাহ                    রাঙামাটিতে তিন দিনের সাবাংগী মেলার উদ্বোধন                    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা                    বিলাইছড়িতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন                    কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    
 
ads

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটি ও খাগড়াছড়িতে ইউপিডিএফের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2014   Friday

রাঙামাটি ও খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে নানান কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) ১৬তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়েছে, জনতার সংগ্রামী মৈত্রী জোরদার করুন শ্লোগানকে সামনে রেখে ইউপিডিএফের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার কতুকছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে দেন ইউপিডিএফ নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা ও সচল চাকমা, পিসিপির নেতা বাবলু চাকমা, ধর্মসিং চাকমা ও রিনা চাকমা এবং শহীদ পরিবারের পক্ষে সঞ্চিতা চাকমা ও বিনতা চাকমা। এর আগে সকালে কতুকছড়ি আবাসিক স্কুল এলাকায় সংগঠনের পতাকা উত্তোলন করেন ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা। পতাকা উত্তোলনের পর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদের উদ্দেশ্যে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অপর্ন করা হয়। কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা সচিব চাকমা। পরে আলোচনা সভায় বক্তব্যে দেন ইউপিডিএফের কাউখালী ইউনিটের সমন্বয়ক কালোপ্রিয় চাকমা ও পিসিপি’র সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রুপন মারমা। নানিয়ারচর উপজেলা সদরে টিএন্ডটি এলাকায় দলীয় পতাকা উত্তোলন,অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন নিরবতা পালন ও আলোচনা সভার মধ্য দিয়ে ইউপিডিএফের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রেস বলা আরও বলা হয়, খাগড়াছড়ি জেলা সদরের নারাঙহিয়া মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইউপিডিএফ-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। ‘উই শ্যাল ওভার কাম…’(আমরা করবো জয়…) গানটি বাজিয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় নেতা নতুন কুমার চাকমা। এরপর শহীদদের উদ্দেশ্যে নির্মিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইউপিডিএফ নেতা নতুন কুমার চাকমা ও প্রদীপন খীসার নেতৃত্বে স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদ পক্ষে সর্বোত্তম চাকমা, ও কান্তি লাল দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশন পক্ষে মাদ্রী চাকমা ও মিশুক চাকমা. গণতান্ত্রিক যুব ফোরামের পক্ষে জিকো ত্রিপুরা ও আলোবরণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষে রতন স্মৃতি চাকমা ও কুনেন্টু চাকমা পৌর এলাকার সমাজ উন্নয়ন কমিটি সমূহের পক্ষে রবি শংকর তালুকদার, দীপায়ন চাকমা ও নিপুল কান্তি চাকমা, খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন গ্রামের ভিলেজ কমিটির নেতৃবৃন্দের মধ্যে ১২নং যৌথ খামার প্রকল্প গ্রামের ভিলেজ কমিটির সভাপতি চিত্তরঞ্জন চাকমা, জামতুলি পেরাছড়া গ্রামের ভিলেজ কমিটির সাধারণ সম্পাদক অনুপম চাকমা, দক্ষিণ হেডম্যান পাড়া’র সভাপতি প্রিয়দর্শন চাকমা ও ১নং গড়গজ্যাছড়ি সভাপতি দিলীপ কুমার চাকমা, শহীদ কর্মি পরিবারে পক্ষে শহীদ অনিমেষ চাকমার সহধর্মিনী মিন্টি চাকমা, শহীদ রিগ্যান চাকমা’র সহধর্মিনী যবনিকা চাকমা, ইউপিডিএফ কর্মি সন্তান-সন্ততিদের পক্ষে নিবিড় চাকমা, ভালেদ চাকমা, জোনিকা চাকমা, তুলতুলি চাকমা, জুরান্টু খীসা, ইউপিডিএফ কর্মি পরিবারদের পক্ষে যুথিকা চাকমা, শান্তি রাণী চাকমা, নমিতা চাকমা, কেমি চাকমা শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা নতুন কুমার চাকমা, নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের সভাপতি ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, মহাজন পাড়া সমাজ উন্নয়ন কমিটির সভাপতি এবং রবিশংকর তালুকদার। অনুষ্ঠান শেষে র‌্যালি সহকারে স্বনির্ভরের দলীয় কার্যালয়ে গিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়। প্রতিষ্ঠাবাষিকী অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে কয়েক শ’ নারী-পুরুষ, শিশু-কিশোর, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। প্রেস বার্তায় সাম্প্রতিক সময়ে রাঙামাটির বগাছড়িতে পাহাড়ি গ্রামে হামলায় জানমালের প্রভূত ক্ষয়ক্ষতিসহ কাপ্তাইয়ে স্কুলছাত্রী ধর্ষনের পর হত্যার ঘটনায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে বড় আকারের কোন গণজমায়েত ও বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

বাঘাইছড়ি প্রতিনিধি জানান, বাঘাইছড়ি উপজেলার রুপালী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের সমন্বয়ক সমশান্তি চাকমা। পরে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রূপকারী ইউপি চেয়ারম্যান পারদর্শী চাকমা ও বঙ্গলতলী ইউপি চেয়ারম্যান তারুসি চাকমা বিরল চাকমা, সরজিৎ চাকমা ও রাঙাবুজ্যা চাকমা, কণিকা চাকমা, মনিপ্রভা চাকমা, চিক্কেধন চাকমা, জ্যোতির্ময় চাকমা, সোহেল চাকমা ও আসেন্টু চাকমা, লিলিকা চাকমা। পুষ্পমাল্য অর্পণের পর শহীদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম মুখ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী এলিনা চাকমাকে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাজেকে ইউপিডিএফের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত হয়েছে। উজোবাজারে পতাকা উত্তোলনের সময় ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ, সাজেক ভূমি রক্ষা কমিটি, সাজেক নারী সমাজ নেতৃবৃন্দসহ এলাকার জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা  বলেন পাবর্ত্য চুক্তিকে দুর্বল ও আপোষ চুক্তি হিসাবে আখ্যায়িত করে জেএসএস এর তীব্র সমালোচনা করে বলে জেএসএস চুক্তি করে ভুল করেছে। জেএসএস যদি জুম্ম জনগনের অধিকার চাই তাহলে আঞ্চলিক পরিষদ থেকে পদত্যাগ করে জনগনের কাতারে আসার আহ্বান জানান। পাবর্ত্য চট্রগ্রামে জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের নীল নকশা কাজ পরিহার করে পূর্ন শায়ত্বশাসন মেনে নেওয়ার আহ্বান জানান।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ