তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়নে রোববার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৬৭ জন জমা দিয়েছেন।
এদিকে,একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্ধিতায় রাঙামাটি সদর উপজেলার মগবান ইউপিতে বিশ্বজিৎ চাকমা ও জীবতলী ইউপিতে সুদত্ত কারবারী নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এ দুজন প্রার্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী।
জানা গেছে, রাঙামাটি জেলার ১০টি উপজেলার ৪৯টি ইউনিয়নে মনোনয়পত্র জমাদানের শেষ দিনে রোববার চেয়ারম্যান ও সাধারণ মেম্বার প্রার্থীরা স্ব-স্ব উপজেলায় রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত:
সদর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে জীবতলী ইউপিতে সুদত্ত কারবারী (জেএসএস সমর্থিত স্বতন্ত্র), মগবান ইউপিতে বিশ্বজিৎ চাকমা (জেএসএস সমর্থিত স্বতন্ত্র) একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। অপর চার ইউনিয়নের মধ্যে সাপছড়িতে মৃনাল কান্তি চাকমা (স্বতন্ত্র) ও প্রবীন চাকমা (স্বতন্ত্র), কুতুকছড়িতে সন্তু বিকাশ চাকমা (স্বতন্ত্র), অহিংসা চাকমা (স্বতন্ত্র), কানন চাকমা (স্বতন্ত্র), পূর্ণ বিকাশ চাকমা (স্বতন্ত্র), প্রভা রঞ্জন চাকমা (স্বতন্ত্র), যতীন্দ্র চাকমা (স্বতন্ত্র) ও সোনামনি চাকমা (স্বতন্ত্র), বন্দুকভাঙ্গায় ইউপিতে বরুণ কান্তি চাকমা (স্বতন্ত্র), বিনয় শংকর চাকমা (স্বতন্ত্র) ও পংকজ চাকমা (স্বতন্ত্র) এবং বালুখালী ইউপিতে বিজয় গিরি চাকমা (স্বতন্ত্র) ও অমর কুমার চাকমা (স্বতন্ত্র)।
জুরাছড়ি উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে ১নং জুরাছড়ি ইউপিতে মিতা চাকমা(স্বতন্দ্র), ক্যানন চাকমা (জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), জাপানী বিজয় চাকমা(স্বতন্ত্র)। বনযোগীছড়া ইউপিতে সন্তোষ বিকাশ চাকমা(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), বিনোদ কুমার চাকমা(স্বতন্ত্র) ও সুরেশ কুমার চাকমা(স্বতন্ত্র)। মৈদং ইউপিতে সাধনানন্দ চাকমা(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), লাল বিহারী চাকমা(স্বতন্ত্র) ও মঙ্গল কুমার চাকমা (স্বতন্ত্র)। দুমদুম্যা ইউপিতে শান্তি বিজয় চাকমার(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী) ও তরুন মনি চাকমা(স্বতন্ত্র)।
বিলাইছড়ি উপজেলার ৩ ইউনিয়নের মধ্যে ১নং বিলাইছড়ি ইউপিতে তরুন কান্তি তংচংগ্যা(আঃলীগ) ও সুনীল কান্তি দেওয়ান(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী)। ২নং ক্যাংরাছড়ি ইউপি’র শেখ মোঃ শহীদুল ইসলাম(আঃলীগ) ও অমরজীব চাকমা(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী) এবং ৩নং ফারুয়া ইউপি’র বিদ্যালাল তংচংগ্যা(আঃলীগ) ও তেজেন্দ্র লাল তংচংগ্যা(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী)।
বরকল উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে বরকল ইউপি’র কমলেন্দু বিকাশ চাকমাল(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), প্রভাত কুমার চাকমা(আঃলীগ), বরুন বিকাশ চাকমা(স্বতন্ত্র)। শুভলং ইউপি’র তরুনজ্যোতি চাকমা(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী, সুশান্ত চাকমা(আঃলীগ)। আইমছড়া ইউপি’র অমর কুমার চাকমা(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), নূরুল হক(আঃলীগ), সুবিমল চাকমা(বিএনপি) ও কল্যাণ জ্যোতি চাকমা(স্বতন্ত্র)। ভূষনছড়া ইউপি’র দীলিপ কুমার চাকমা(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), মামুনুর রশীদ মামুন(আঃলীগ) এবং বড় হরিণা ইউপি’র নীলাময় চাকমা(জেএ্সএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী), সঞ্চয় মনি চাকমা(স্বতন্ত্র) বিনয় কৃঞ্চ চাকমা(স্বতন্ত্র)।
কাউখালী উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে বেতবুনিয়া ইউপি’র খুইসাবাই তালুকদার (আ’লীগ), মো. শওকত হোসাইন (বিএনপি), জাকির হোসেন চৌধুরী (স্বতন্ত্র) ও সাজাই মং মারমা (বিএনপি বিদ্রোহী), ফটিকছড়ি ইউপি’র ধন কুমার চাকমা (ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র), হ্লাথোয়াই মারমা (আ’লীগ) ও ঊষাতন চাকমা (স্বতন্ত্র), ঘাগড়া ইউপি’র জগদীশ চাকমা (ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র), শান্তিমনি চাকমা (জেএসএস সমর্থিত স্বতন্ত্র) মো. খোরশেদ আলম সওদাগর (বিএনপি), মো. বেলাল উদ্দিন (আঃলীগ) ও জ্ঞানেন্দু বিকাশ চাকমা (স্বতন্ত্র) এবং কলমপতি ইউপি’র ক্যজাই মারমা (আঃলীগ), মো. জাহাঙ্গীর হোসেন (বিএনপি) ও উসুই মং মারমা (ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র)।
নানিয়ারচর উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে নানিয়ারচর ইউপি’র জ্যোতি লাল চাকমা (স্বতন্ত্র), মনিকা চাকমা (স্বতন্ত্র) ও তাপস চাকমা (আ’লীগ), বুড়িঘাট ইউপি’র প্রমোদ খীসা (স্বতন্ত্র), অ্যাভোকেট মামুন ভূঁইয়া (আ’লীগ), মিজানুর রহমান (জাপা), শুভেন্দু বিকাশ চাকমা (স্বতন্ত্র) ও জওহর লাল কারবারি (স্বতন্ত্র), ঘিলাছড়ি ইউপি’র অমর শান্তি চাকমা (স্বতন্ত্র), কমলাসেন চাকমা (স্বতন্ত্র), সুভাষ চাকমা (স্বতন্ত্র) ও প্রগতি চাকমা (স্বতন্ত্র) এবং সাবেক্ষ্যং ইউপি’র সুপন চাকমা (স্বতন্ত্র), উত্তরায়ণ চাকমা (স্বতন্ত্র) ও আতংক চাকমা (স্বতন্ত্র)।
রাজস্থলী উপজেলার ৩ ইউনিয়নের মধ্যে ১নং ঘিলাছড়ি ইউপি’র পুলখ্যয়ং তালুকদার(আঃলীগ), উজ্জল তংচংগ্য(বিএনপি) ও সুশান্ত প্রসাদ তংচংগ্যা (জেএসএস সমর্থিত স্বতন্ত্র)। গাইন্দ্যা ইউপি’র উবচয় মারমা(আঃলীগ), মংথুই মারমা(বিএনপি), উথান মারমা(জেএসএস সমর্থিত স্বতন্ত্র), মোঃসোলেয়মান(স্বতন্ত্র)। বাঙ্গাহালিয়া ইউপি’র নিউমং মারমা(আঃলীগ), মবিন চৌধুরী(বিএনপি), পুলক চৌধুরী(আঃলীগ বিদ্রোহী), ডালিম বড়–য়া(বিএনপি বিদ্রোহী) মংক্র্যয়ঙ মারমা(স্বতন্ত্র) ও মোঃ রশিদ আখন্দ(স্বতন্ত্র)।
বাঘাইছড়ির উপজেলার ৮টি ইউপি’র মধ্যে আমতলী ইউপিতে হুমায়ন কবীর মসনু( বিএনপি), ফয়েস আহম্মেদ(আঃলীগী ),আলী হোসেন(জাতীয় পার্টি), জাহাঙ্গীর আলম(স্বতন্ত্র)।খেদারমারা ইউপিতে সন্তোষ চাকমা(স্বতন্ত্র),সচিত্র চাকমা(স্বতন্ত্র), কান্তিময় চাকমা(আঃলীগ)। রুপকারী ইউপিতে বিনয়জ্যোতি চাকমা(স্বতন্ত্র), শ্যামল চাকমা(স্বতন্ত্র), বিনিময় চাকমা(স্বতন্ত্র),মনটু বিকাশ চাকমা(স্বতন্ত্র),জেসমিন চাকমা(স্বতন্ত্র),রণজিত চাকমা(স্বতন্ত্র),বিশ্বজিত চাকমা(স্বতন্ত্র),রিপণ চাকমা(স্বতন্ত্র) ও তুষার কান্তি চাকমা। সাজেক ইউপিতে লেসেন চাকমা(স্বতন্ত্র), অতুলাল চাকমা(স্বতন্ত্র),নিখিল জীবন চাকমা(স্বতন্ত্র),নতুন জয় চাকমা(স্বতন্ত্র),মহেন্দ্র লাল ত্রিপুরা(স্বতন্ত্র),রনেন্দ্র ত্রিপুরা(স্বতন্ত্র)। বাঘাইছড়ি ইউপিতে সুনীল বিহারী চাকমা(স্বতন্ত্র) ও অলীভ চাকমা(স্বতন্ত্র)। বঙ্গলতলী ইউপিতে জ্ঞানজিত চাকমা(জেএসএস সমর্থিত স্বতন্ত্র), জ্ঞানজ্যোতি চাকমা(ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র) ও অংগত চাকমা(স্বতন্ত্র)। মারিশ্যা ইউপিতে মানব জ্যোতি চাকমা(স্বতন্ত্র),আব্দুর রহিম (স্বতন্ত্র), রুপায়ন চাকমা(স্বতন্ত্র), অপন চাকমা(স্বতন্ত্র) ও সুমন চাকমা(স্বতন্ত্র)।
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউপিতে আনোয়ারুল ইসলাম(আঃলীগ), বিপ্লব মারমা(আঃলীগ বিদ্রোহী),মোঃ জাকির হোসেন(বিএনপি), ইব্রাহিম হাবিব মিলু(বিএনপি বিদ্রোহী),মোঃ হারুনুর রশীদ(স্বতন্ত্র)। রাইখালী ইউপিতে মংক্য মারমা(আঃলীগ), জাহাঙ্গীর তালুকদার(বিএনপি), ক্যয়মং মারমা(জেএসএস সমর্থিত স্বতন্ত্র)। কাপ্তাই ইউপিতে আব্দুল হামিদ(আঃলীগ), মহির উদ্দীন(বিএনপি), আলেক ভান্ডারী(স্বতন্দ্র) আবু হানিফ(স্বতন্দ্র)। ওয়াগ্গা ইউপিতে চিরঞ্জিত তংচংগ্যা(আঃলীগ), সুজন তংচংগ্যা(আ আঃলীগ বিদ্রোহী), শফিউল আলমখোকন( আঃলীগ বিদ্রোহী), জাফর আহম্মদ স্বপন(বিএনপি), আতাই মারমা(বিএনপি বিদ্রোহী), সুনীল তংচংগ্যা(জেএসএস সমর্থিত স্বতন্ত্র) ও অংহ্লা চিং মারমা(স্বতন্ত্র)। চিৎমরম ইউপিতে সুইচা প্রু মারমা(আঃলীগ), সুই চ প্রু মারমা(আঃলীগ বিদ্রোহী), উথোয়াই মারমা(বিএনপি), ক্যসা অং মারমা(জেএসএস সমর্থিত স্বতন্ত্র)।
লংগদু উপজেলার সাত ইউনিয়নের মধ্যে বগাচতর ইউনিয়নে ২জন বর্তমান চেয়ারম্যা আবদুল গাফ্ফার ভূঁইয়া (বিএনপি) ও আবদুর রশিদ (আ’লীগ), ভাসান্যাদম ইউনিয়নে ৪জন মো. হযরত আলী (আ’লীগ), মো. রহমত আলী (আ’লীগ বিদ্রোহী), বর্তমান চেয়ারম্যান জহির আহম্মদ (স্বতন্ত্র) ও আবদুল কাদের (বিএনপি), লংগদু সদরে ৭জন মো. নাসির (বিএনপি), মো. রতন মেম্বার (স্বতন্ত্র), সুখময় চাকমা (জেএসএস সমর্থিত স্বতন্ত্র), সুজন চাকমা (স্বতন্ত্র), ইমান আলী (আ’লীগ) ও অশোক কুমার চাকমা (স্বতন্ত্র), মাইনীমুখ ইউনিয়নে ৩জন বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক সরকার (আ’লীগ), মো. আবুল কালাম আজাদ (বিএনপি) ও তোফায়েল আহমেদ বাবুল (স্বতন্ত্র), কালাপাকুজ্জ্যা ইউনিয়নে ২জন বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান (বিএনপি) ও মো. মোস্তফা কেরানি (আ’লীগ), আটারকছড়া ইউনিয়নে ৩জন বর্তমান চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা (জেএসএস সমর্থিত স্বতন্ত্র), ইউনুচ আলী মাস্টার (বিএনপি) ও মো. আবদুর রহিম (আ’লীগ), গুলশাখালী ইউনিয়নে ৩জন বর্তমান চেয়ারম্যান আবদুর রহিম (আ’লীগ), মো. আবু নাছির (বিএনপি) ও শাহাবুল আলম (স্বতন্ত্র)।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.