• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    রাঙামাটি জেলা পরিষদের সদস্য দুমদুম্যায় কমিউনিটি ক্লিনিক পরির্দশন                    খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১০                    রাঙামাটিতে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর আত্নহত্যা                    বিশ্ব খাদ্য দিবসে বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের আলোচনা সভা                    পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ                    বরকলে ছোট হরিণা জোনের উদ্যোগে সহায়তা প্রদান                    হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত                    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী                    নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক                    পাহাড়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও উন্নয়ন চাই-পার্বত্য উপদেষ্টা                    সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রামে এক সাথে থাকতে চাই-পার্বত্য উপদেষ্টা                    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন                    রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসবে নিরাপত্তায় থাকবে আইন-শৃংখলা সেনাবাহিনী                    
 
ads

এনসিপির সভার কারণে যানবাহন চলাচলে বন্ধে এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষোভ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2025   Sunday

রোববার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) পথ যাত্রা ও সভা করায় এইচএসসি পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া শিক্ষার্থীদের দুর্ভোগ ও বিএনপি নেতা সালা উদ্দীন আহমেদকে কটুক্তি বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে জেলা যুবদল।
জানা গেছে, এনসিপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার রাঙামাটি শহরে সকাল ১১টায় পথ যাত্রা ও পথ সভা করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কেন্দ্রীয় এনসিপির নেতৃবৃন্দ পৌছে যান দুপুর দেড়টার দিকে। নেতৃবৃন্দ দুপুর ১টার দিকে পৌছার পর পর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা চৌমহনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে বনরুপাস্থ পুলিশ বক্সের পাশে দুপুর ১টা ৪৩ মিনিটে শুরু হয়ে ২টা ৬মিনিটে। পথ সভা শেষ হওয়ার পর পর এনসিপির নেতৃবৃন্দ চট্টগ্রাম উদ্দেশ্য রওনা দেন। তবে পথা যাত্রা ও সভার কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে উভয় দিকে যানবাহন আটকে যায়। পথ সভা চলাকালীন সময়ে বিকল্প সড়ক হিসেবে পৌর সভা কার্যালয়ে রাস্তা দিয়ে ট্রাইবেল আদাম হয়ে হ্যাপী মোড় দিয়ে বাস-ট্রাক বাদে ছোট যানবাহনকে চলাচলের অনুমতি দেয়।
সূত্র জানায়, রোববার রাঙামাটি সরকারী মহিলা কলেজ ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেলা ১টা দিকে বাসযোগে বাড়ীতে ফেয়ার পথে রাঙামাটি পৌরসভা কার্যালয় এলাকায় পরীক্ষাদের বাস থেকে পুলিশ নামিয়ে দেয়। এতে পরীক্ষাদের ক্ষোভ প্রকাশ করেন। পরে পরীক্ষার্থীরা হেটে আসার সময় এক পর্যায়ে পথ সভাস্থলে পৌছলে ভূঁয়া ভূঁয়া করে শ্লোগান দেয়। এসময় পুলিশ পরীক্ষাদের নিভৃত করে এগিয়ে দেয়।
এদিকে, এনসিপির পথ সভায় এইচএসসি শিক্ষার্থী ও রোগীদের গাড়ী বন্ধ করে দিয়ে দুর্ভোগ সৃষ্টি ও বিএনপি নেতা সালা উদ্দীন আহমেদকে কটুক্তি বক্তব্যের প্রতিবাদে রোববার বিকালে বিক্ষোভ-মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। এতে বক্তব্যে দেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তফা, জেলা ছাত্র দলের সভাপতি ফারুখ আহমেদ সাব্বির ও সাধারন সম্পাদক আলী আকবর সুমন প্রমুখ।
জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী জাহিদুল ইসলাম পথ সভা চলাচলে কাউ বাধা দেওয়া হয়নি উল্লেখ করে জানান, রাঙামাটি সরকারী কলেজের ছাত্রদলের ১০ থেকে ১২ জনের ছেলে-মেয়ে সাধারন মানুষের মতো হেটে গিয়ে পথ সভার কিছু দুরে গিয়ে শ্লোগান দিয়ে চলে গেছে। এছাড়া শনিবার সন্ধ্যায় শহরের কলেজ গেইট এলাকায় পথ সভার প্রচারনার সময় প্রচারনাকারীকে লাঠি দিয়ে পিঠিয়েছে।
জেলা এনসিপি প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, মুলত মানুষের সমাগমের রুট পয়েন্ট বিবেচনায় আমরা বনরূপা এলাকায় মঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমাদের ধারণা ছিল না আজ(রোববার) এইচএসসি পরীক্ষা ছিল। তবে বিষয়টি নজরে আসার পর আমরা পরীক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করেছি। এজন্য আমরা বার বার দু:খও প্রকাশ করেছি।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, এনসিপির পথ সভা চলাকালীন সময়ে তিনি মূল সভাস্থলে ছিলেন। তবে সভাস্থলের দিকে বাস চলাচল করলে বিশৃংখলা হওয়ার কারণে সেদিকে বাস চলাচল করতে দেওয়া হয়নি। তবে যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক করে দেওয়া হয়েছে। হয়তো এইচএসসি পরীক্ষার্থীরা বাসে করে যেতে না পেরে হেটে যেতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এ সংখ্যা ৮ থেকে ১০ জনের হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ