• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পৌর মাঠ সৌন্দর্য্য বর্ধনে কাজের নামে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন                    পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে বিলাইছড়িতে আলোচনা সভা                    যে দলই ক্ষমতায় আসুক চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে-ঊষাতন তালুকদার                    বিলাইছড়িতে সেনাজোনের আয়োজনে সম্প্রীতি ভলিবল ম্যাচ                    ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে জুরাছড়ি জোন                    পার্বত্য চুক্তির অধিকাংশ ধারাই বাস্তবায়ন নেই,বাড়ছে ক্ষোভ আর হাতাশা                    দুর্গম গ্রামে স্বাস্থ্য সেবা প্রদান করলো গ্রীন হিল                    আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই জনগণের রায়ে ক্ষমতায় যেতে পারেনি-জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল                    সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন আইনজীবিদের                    মানিকছড়িতে গ্রীনহিল আয়োজনে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    বাঘাইছড়ি ও নানিয়ারচরে বন্যা কবলিত মানবিক সহায়তা প্রদান প্রকল্পের অবহিতকরন সভা                    নির্বাচনী পরিবেশ তৈরিতে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে-ধর্ম উপদেষ্টা                    রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন                    খাগড়াছড়িতে মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    খাগড়াছড়িতে গর্ভবতী নারী ও কিশোরীদের মোবাইল প্রজনন স্বাস্থ্য সেবা ক্যাম্প                    অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন                    সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    
 
ads

রাঙামাটিতে কল্পনা চাকমা অপহরণকারীদের জনতার আদালতে প্রতীকি ফাঁসি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2024   Wednesday

বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমার অপহরণের ২৮ বছর উপলক্ষে বুধবার রাঙামাটির কতুকছড়িতে প্রতিবাদ সমাবেশ ও জনতার আদালতের রায়ে চিহ্নিত অপহরণকারীদেরকে প্রতীকী ফাঁসি প্রদান করা হয়েছে।

দক্ষিণ কতুকছড়ির সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইউপিডিএফ সমর্থিত সংগঠন হিল ইউমেন্স ফেডারেশন,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও নারী আত্মরক্ষা কমিটি যৌথভাবে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও জনতার আদালতের রায় পড়ে শোনান পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সহসভাপতি রিনিসা চাকমা।হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সমাবেশে অন্যান্য মধ্যে বক্তব্যে দেন ল্যাম্প পোস্টের সম্পাদক মন্ডলীর সদস্য ফারহানা হক শ্যামা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা ও দয়াসোনা চাকমা ও রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিকি চাকমা। এর আগে প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের টিম পাহাড়ের দমন-পীড়নের ওপর একটি নাটিকা প্রদর্শন করে।পরে জনতারআদালতের রায় ঘোষণার পর পরই পাহাড়িদের রীতি অনুযায়ী মানুষের মৃত্যুর পর যেভাবে ঢোল বাঁজানো হয় প্রতীকী হিসেবে সেভাবে ঢোল বাজিয়ে জনতা কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু দন্ড কার্যকর করেন।পরে অপরাধীদের কুশপুত্তলিকাগুলো টেনে নিয়ে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে গাছে ঝুলিয়ে রাখা হয়।

সমাবেশে বক্তারা দীর্ঘ ২৮ বছরেও কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীদের বিচার না করে আদালতের মাধ্যমে অপরাধীদের দায়মুক্তি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান। এ দায়মুক্তির ঘটনাকে অপরাধীদের রক্ষায় রাষ্ট্রীয় কৌশল বলে বক্তারা মন্তব্য করেন।

সমাবেশে ফারহানা হক শ্যামা বলেন, কল্পনা চাকমা অপহরণের ঘটনা পাহাড়ে একটি জঘন্যতম ঘটনা। একটি স্বাধীন দেশে সবার মত প্রকাশ করার অধিকার রয়েছে। অথচ কল্পনা চাকমা পাহাড়ের নিপীড়িত মানুষের মুক্তির কথা বলার কারণে অপহরণের শিকার হন। যার বিচারের দাবিতে আজও আন্দোলন করতে হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন প্রথম প্রহরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা বাড়ী থেকে কল্পনা চাকমা অপহৃত হন। পরদিন বাঘাইছড়ি থানায় তার বড় ভাই কালিন্দী কুমার চাকমা চিহিৃত অপহরণকারীদের বিরুদ্ধে বাদী হয়ে অপহরনের মামলা দায়ের করেন। দীর্ঘ মামলাটি দীর্ঘ ২৮ বছর ধরে চলার পর গত ২৩ এপ্রিল রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিষ্ট্রেট ফাতেমা বেগম মুক্তা মামলাটি খারিজ করে দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ