• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রচারনায় ব্যস্ত                    প্রশাসন ও বিচার বিভাগের পক্ষপাতমূলক আচরণে পার্বত্য মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন করবে                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    
 
ads

রাঙামাটিতে জেলা পর্যায়ে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিষয়ক এ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2017   Saturday

শনিবার জেলা পর্যায়ে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিষয়ক জেলা উপজেলার চিকিৎসক,চিকিৎসক সহকারী, ল্যাব টেকনিশিয়ান, নার্স, ব্রাকের জেলা, উপজেলা পর্যায়ের মাঠ কর্মীদের নিয়ে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।


জেলা সিভিল সার্জন শহীদ তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের রাঙামাটি সভাপতি ডা. স্নেহ কান্তি চাকমা, ডা. শেখ মো. আব্দুস সামাদ, ডা.এম এম আক্তারুজ্জামান, ডা. বিনোধ শেখর চাকমা, সেনা বাহিনীর ডা. সোনিয়া চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ছিদ্দিক, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। এছাড়াও উপজেলা থেকে আসা চিকিৎসক,চিকিৎসক সহকারী, ল্যাব টেকনিশিয়ানরা বক্তব্য রাখেন।

 


সভায় বক্তারা বলেন, এসময় পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়ার ভয়াবহতা ছিল মারাত্মক। চাকুরীজীবীরা সে সময় কর্মস্থলে আসতে চাইত না। সে সময় এখন আর নেই। মানুষ সচেতন হয়েছে। পাশাপাশি আধুনিক চিকিৎসা এসেছে। এনজিও কাজ করেছে। পর্যটক যারা পার্বত্য চট্টগ্রামে বেড়াতে এসে জ্বরে আক্রান্ত হন তাহলে স্থানীয় চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। এই জ্বর নিয়ে চলে গেলে হবে না। পাশাপাশি উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আধুনিকায়ন ও এসব কেন্দ্রে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে।

 

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের রাঙামাটি সভাপতি ডা.স্নেহ কান্তি চাকমা বলেন, বিভিন্ন প্রতিকুলতার মাঝেও রাঙামাটির স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, মানুষ ম্যালেরিয়া নিয়ে অনেক সচেতন হয়েছে। এ সচেতনতা আরো বৃদ্ধি করতে হবে। মানুষ সচেতন হলে পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সম্ভব হবে।


তিনি আরো বলেন, দুর্গমতা নয়, জন সচেতনতা পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া নির্মুল করতে সহায়তা করবে। চিকিৎসা বিলম্ব হলে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়। ম্যালেরিয়া রোধে জনগণের সচেতন হতে হবে। মাশারী টানিয়ে ঘুমাতে হবে। স্বাস্থ্যর্মীদের মাঠে থাকতে হবে। জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের কাছে যেতে হবে। যদি অবহেলা করা হয় তাহলে যেকোন সময় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিতে পারে।


তিনি বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ও এনজিওগুলো অনেক কাজ করেছে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া প্রায় নেই বললে চলে। এ বছর জেলায় একটি মৃত্যুও নেই। এটি জেলা স্বাস্থ্য বিভাগের বড় অর্জন।


উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোর অবস্থা খুব নাজুক উল্লেখ করে পরিষদ চেয়ারম্যান বলেন, আজকের উপজেলাটি এক সময় ইউনিয়ন ছিল। সে ইউনিয়নে জনসংখ্যা অনুপাতে ক্লিনিক করা হয়। পরবর্তীতে এগুলো উপজেলা করা হয় কিন্তু অবকাঠামো সেগুলো রয়ে গেছে। ফলে স্বাস্থ্য সেবা ব্যহত হচ্ছে। এগুলো নতুন করে নির্মাণে সরকারকে এগিয়ে আসতে হবে। না হলে দেশ- বিশ্ব এগিয়ে যাবে আমরা পিছিয়ে থাকব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ