• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
লংগদুতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ দুজন নিহত                    রাঙামাটি ও খাগড়াছড়িতে ইউপিডিএফের আধাবেলা অবরোধ পালিত                    চার উপজেলায় চেয়ারম্যান পদে জেএসএসের দুজন ও আঃলীগের দুজন প্রার্থী জয়ী                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রচারনায় ব্যস্ত                    প্রশাসন ও বিচার বিভাগের পক্ষপাতমূলক আচরণে পার্বত্য মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন করবে                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    
 
ads

বান্দরবানের পিসিপি নেতার মুক্তির দাবীত রাঙামাটিতে স্মারকলিপি পেশ ও বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2016   Thursday

বান্দরবানের পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) নেতা বাঅং চিং মারমার মুক্তির দাবীত বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি ও বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।

 

পিসিপি’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে  জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির  নেতা উদয়ন ত্রিপুরা। বক্তব্যে রাখেন সাবেক পিসিপি’র  নেতা ত্রিজিনাথ চাকমা, যুব সমিতির  জেলা শাখার সভাপতিা টোয়েন চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের রাঙামাটি সরকারী কলেজ শাখার সভাপতি দীপা চাকমা, জ্যামসন আমলাই বম। স্বাগত বক্তব্যে রাখেন পিসিপি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিন্টু চাকমা। সমাবেশটি সঞ্চালনা করেন পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধিরাম চাকমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল শহরের জনসংহতি সমিতির কার্যালয় থেকে শুরু হয়ে বনরুপা এলাকা ঘুরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে  গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা অবিলম্বে বাঅং চিং মারমাকে নিঃশর্ত মুক্তি প্রদান ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার,বান্দরবানে জনসংহতি সমিতি ও সমিতির সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার, হয়রানি ও বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি বন্ধ  এবং রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। 

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উদয়ন ত্রিপুরা বলেন, বান্দরবান জেলা একটি সম্প্রদায়িক সম্প্রীতির বহুদলীয় গণতান্ত্রিক জেলা নামে আখ্যায়িত করা হয়। কিন্তু বর্তমানের আওয়ামীলীগের টেন্ডারবাজি, মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা মামলা, ভূমি দখল, গণবিরোধী কার্যকলাপের কারণে আজ জনগণ দিশেহারা। জনগণ এর প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে রাজনীতি করার সবার অধিকার রয়েছে। তাই জেএসএস এবং পাহাড়ী ছাত্র পরিষদের রাজনীতি করার অধিকার রয়েছে। কিন্তু বান্দরবানে আওয়ামীলীগ কোন দলকে রাজনীতি করতে দিচ্ছে না। বর্তমানে আওয়ামিলীগ কর্তৃক ৪০ জনের অধিক জেএসএস নেতা কর্মী এবং পিসিপির কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে তিনি দাবী করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে ত্রিজিনাদ চাকমা বাংলাদেশে কী আওয়ামীলীগ ছাড়া কোন দলের রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে বলেন, পিসিপি, জেএসএস বা অন্য দল করলে মিথ্যা মামলা দেওয়া এমন কাজ দেশের জন্য সুফল বয়ে আনবে না। একদিকে গণতন্ত্রে কথা বলবেন অন্য দিকে জনগণের অধিকার খর্ব করবেন, একদলীয় শাসন কায়েম করবেন এটা মেনে নেওয়া যায় না। মনে রাখতে হবে একদলীয় শাসন কোন দিন দীর্ঘ মেয়াদী হবে না।

 

সভাপতির বক্তব্যে বাচ্চু চাকমা বলেন, তিন পার্বত্য জেলায় জেএসএস-পাহাড়ী ছাত্র পরিষদকে জনগণ ভালোবাসে বলে জনগণের অধিকার আদায়ের জন্য আমার রাজনীতি করছি। কাজেই মিথ্যা মামলা দিয়ে, দমন-পীড়ন চালিয়ে এই দল-সংগঠনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ