• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রচারনায় ব্যস্ত                    প্রশাসন ও বিচার বিভাগের পক্ষপাতমূলক আচরণে পার্বত্য মানবাধিকার পরিস্থিতিকে সংকটাপন্ন করবে                    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত                    সাজেকে ট্রাক উল্টে খাদে নিহত ৯, আহত ৬                    বৃহস্পতিবারের ডাকা অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহর আওতামুক্ত                    দ্রুত কমছে কাপ্তাই হ্রদের পানি,স্বাভাবিকের চেয়ে আট ফুট পানি কম                    বৃহস্পতিবার রাঙামাটিতে অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফ                    কল্পনা চাকমা অপহরণ মামলার ২৮ বছর পর খারিজ                    পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    
 
ads

রাঙামাটিতে সনাকের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওিরিয়েন্টেশন সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2022   Wednesday

বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে তথ্য অধিকার আইন -২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন  ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস)  রাঙামাটির আয়োজনে  আশিকা কনভেনশন হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন। টিআইবি ট্রাস্টি বোর্ড মেম্বার এবং সনাকের সদস্য সুস্মিতা চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন সনাক সদস্য মোহাম্মদ আলী, সনাক সদস্য এড. রাজীব চাকমা, সনাক সদস্য, মোহা: দিদার গণি ইয়েস লিডার প্রমূখ বক্তব্য প্রদান করেন।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল উদ্দিন এবং পম্পি বড়–য়া। ওরিয়েন্টেশনে প্রথম আলো বন্ধুসভা, উন্মেষ, বিডি কিন, বিডিআরসিএস, ভিবিডি, স্কাউট, স্বপ্ন যাত্রী ফাউন্ডেশন, স্বপ্ন বুনন, জীবন বøাড, রাঙ্গামাটি বøাড ফোর্স, রাঙামাটি বøাড ব্যাংক, আরবান কমিউনিটি ভলান্টিয়ার, বিএনসিসি, রোটারেক্ট কাব, সন্ধানী, হিল ট্যুারিস্ট গাইড এবং ইয়ুথ সংগঠন থেকে। এছাড়া ইয়েস এবং এসিজি প্রতিনিধিও উপস্থিত ছিল।


পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রতিযোগিতা বিজয়ীদের শেষে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অন্যতম শর্ত হলো তথ্যের উন্মুক্ততা। টিআইবি-সনাক তাদের আজকের আয়োজনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিধিদের তথ্য অধিকার আইন এবং প্রয়োজনীয়তা ও পদ্ধতি সম্পর্কে অবগত করতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি। তিনি বলেন, বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে অবকাঠামোগত অনেক পরিবর্তন এসছে। তিনি আরো বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিবেবে প্রতিষ্ঠার জন্য কাজ করছে। অবাধ তথ্য প্রবাহ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে এটা সম্ভব হতে পারে। শেষে তিনি তথ্য অধিকার আইন-২০০৯ আয়োজকদের ধন্যবাদ প্রদান করেন।



টিআইবি ট্রাস্টি বোর্ড মেম্বার এবং সনাকের সদস্য সুস্মিতা চাকমা বলেন, টিআইবি অনুপ্রেরণায় রাঙাামাটিতে সনাক গঠনের পর থেকেই তথ্য অধিকার আইন নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে পাশাপাশি বিভিন্ন দুর্নীতিবিরোধী গবেষণা, অ্যাডভোকেসি কার্যক্রম এবং সচেতনতামূলক কর্মসূচী পালন করে আসছে।


 তিনি  আরো বলেন, সচেতন নাগরিক কমিটির প্রাণভোমরা হচ্ছেন ইয়েস বন্ধুরা। তারা সনাকের বিভিন্ন কর্মসূচী পালনে মুখ্য ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ যথাযথ বাস্তবায়ন হলে সেটা প্রতিষ্ঠানের সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিবিরোধী ভূমিকা পালনে সহায়ক হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ