রোজার আগে নিত্য পন্যের মুল্য সহনীয় রাখতে সারাদেশের ন্যায় রোববার থেকে রাঙামাটিতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে।
খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি রাঙামাটি পৌর এলাকার আসামবস্তি ৫ নং ওয়ার্ডে সকালে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলায় ৮৭ হাজার ৩শ৪০টি পরিবারের জন্য উপকারভোগীদের মাঝে কার্ড দেয়া হয়েছে। এ কার্ডের মাধ্যমে ভূর্তিকী মূল্যে ৫৫ টাকা দরে ২ কেজি চিনি ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন ও ৬৫ টাকা দরে ২কেজি মসুর ডাল কিনতে পারবেন তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.