আনন্দঘন পরিবেশে বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত জুম ফুল থিয়েটারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট হল রুমে জুম ফুল থিয়েটারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনষ্টিটিউটের পরিচালক রনেল চাকমা, কবি ও সাহিত্যিক মৃত্তিকা চাকমা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চাদ রায় প্রমুখ। এছাড়া জুম ফুল থিয়েটারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে জুম ফুল থিয়েটার সম্পর্কে বিশদ বর্ণনা দেন সংগঠনের সদস্য স্বরুপা চাকমা। অনুষ্ঠানে অতিথিরা জুম ফুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন ও শুভেচ্ছা বক্তব্যে দেন। পরে জুম ফুল থিয়েটারের সদস্যরা অতিথিদের মিষ্টি মূখ করান।
অতিথিরা জুম ফুলের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন দিক নির্দেশনাসহ নানান পরামর্শ প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.