বৈসু উপলক্ষে আয়োজিত গরয়া নৃত্যে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণও ককবরক অডিও এ্যালবামের মোড়ক উন্মোচন উপলক্ষে সোমবারর এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খাগড়াপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ মজিদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রধান অতিথির সহধর্মীনি অনামিকা ত্রিপুরা, প্রবীর ত্রিপুরা, রামকৃষ্ঞ ত্রিপুরা, খগেশ্বর ত্রিপুরা প্রমূখ।
উল্লেখ্য, ১২-১৩ এপ্রিল অনুষ্ঠিত গরয়া নৃত্যে প্রথম হয়েছিল ভাইবোন ছড়ার সাম্বারী পাড়া, দ্বিতীয় ভাইবোন ছড়ার আলমনি পাড়া এবং তৃতীয় হয়েছিল কারিগর পাড়া। সাজেকের গরয়া নৃত্য দলকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। উক্ত ত্রিপুরা সম্প্রদায়ের অহংকার এবং সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার উপস্থিতি উক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পুলিশ বাহিনীতে থাকা অবস্থায় তিনি ছিলেন সৎ এবং কর্তব্য পরায়ন। বর্তমানে তিনি খাগড়াছড়িসহ পার্বত্য জেলায় বিপুল উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য প্রশংসিত হয়েছেন। এলাকাবাসী তার অবদান শ্রদ্ধার সাথে স্বরনে রাখবে বলে অভিমত ব্যক্ত করেছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের গরয়া নৃত্য পরিবেশন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.