• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই হবে দ্বিমুখী

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2022   Wednesday

শিল্প এলাকা হিসাবে পরিচিত কাপ্তাই উপজেলাধীন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে প্রাথীদের প্রচার-প্রচারনা।

 

এদিকে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানায় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।


সংশ্লিষ্ট সূত্র জানায়, গেল ২৭ মে` প্রতীক বরাদ্দের পর থেকেই দুই জন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সাধারণ সদস্য এবং ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সকাল থেকে রাত অবধি বিরামহীন প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে দুই ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১শ` ৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪শ` ৮৮ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৬ শ` ৭২ জন।


নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকেট পেয়েছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন। ছাত্রলীগের রাজনীতি দিয়েই শুরু করা এই সাবেক ছাত্র নেতা কাপ্তাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে দায়িত্বপালন শেষে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং পরে সাংগঠনিক সম্পাদক হয়।

এলাকার বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ক্লিন ইমেজের রাজনৈতিক কর্মী হিসাবে এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। বিগত সময় রাজনৈতিক কোন দলাদলিতে তিনি নিজেকে জড়াননি। ইতিমধ্যে তার দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সর্বশক্তি দিয়ে  নৌকার পক্ষে মাঠে প্রচার প্রচারনা চালিয়ে আসছে। এলাকার ভোটারগণ মনে করেন চেয়ারম্যান প্রার্থী দু`জনই হেভিওয়েট প্রার্থী। এলাকায় ক্নিন ইমেজের প্রার্থী হিসাবেও দু`জনের বেশ সুনাম রয়েছে। একারণে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২ জনের মধ্যে দ্বিমুখী নির্বাচনী লড়াই হবে বলে তাদের ধারনা। এলাকার ভোটারগণ উৎসবমুখর ও জনগণের অংশ গ্রহণমূলক একটি নির্বাচন চায়।

 

গেল মঙ্গলবার কেপিএমের কয়লার ডিপু এলাকায় গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন মিলন। এসময় তিনি জানান, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। যেখানে নির্বাচনী প্রচারনায় যাচ্ছি, সেখানেই দলমত নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন দেখতে পাচ্ছি। এছাড়া বিগত সময় দেশের মাটি ও মানুষের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাপ্তাই উপজেলাসহ সারাদেশে যে উন্নয়ন করে চলছে, তাতে দেশ এগিয়ে গেছে বহুদূর। উন্নয়নের এইধারা অব্যাহত রাখতে জনগণ নৌকা প্রতীককেই বেছে নিবে।


এদিকে, তার একমাত্র প্রতিদ্বন্ধী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা। ইতিমধ্যে তিনি একবার এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছেন। বুধবার ৯ নং ওয়ার্ডে গনসংযোগ শেষে মিশন এলাকায় আলাপকালে তিনি জানান, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করাকালীন সময় আমি কখনো কারো সাথে খারাপ আচরণ করেনি। ইউনিয়ন পরিষদে যখন যে কেউ কোন কাজে গেছেন, আমি সে কাজগুলো হাসিমুখে করে দিয়েছি।


তিনি আরো বলেন, চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পালন করার সময় এলাকার মসজিদ, মন্দির থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কাজ করেছি। সবসময় জনগণের সাথে ছিলাম। ইউনিয়ন পরিষদের সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। কেউ বলতে পারবেনা, আমি কারো সাথে খারাপ আচরন করেছি। যদি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, ভোটে কোন কারচুপি না হয়, তাহলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।


উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, প্রথমবারের মতো কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে  (ইভিএম) ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তাই আগামী ১৩ জুন এই ইউনিয়নে মগ (পরীক্ষামূলক) ভোট অনুষ্ঠিত হবে। এতে  কিভাবে ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিবেন, সে বিষয়ে ভোটারদের ধারনা দেওয়া হবে। তিনি জানান, একটি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে প্রমাণ সাপেক্ষে সাথে সাথে ভোট গ্রহন স্থগিতের নির্দেশনা  রয়েছে নির্বাচন কমিশনের হাতে।


নির্বাচন কর্মকর্তা আরো জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য ও আনসার সদস্য মোতায়নের পাশাপাশি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। এছাড়া ইতিমধ্যে আচরণবিধি প্রতিপালনকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান মাঠে কাজ করছেন।


কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ও কাপ্তাই থানার  ওসি জসিম উদ্দিন জানান, নির্বাচনী প্রচার শুরুর পর হতে চন্দ্রঘোনা ইউনিয়নে পুলিশ মোতায়েন রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ বাহিনী সবসময় নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনকে সহায়তা করে আসছে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ