• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭                    পানিতে ডুবে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু                    পাহাড়ে অসহায় ও গরীব মানুষের প্রাথমিক চিকিৎসায় সেবায় দুদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন                    রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়েছে                    পাহাড়ে বন রক্ষায় ও বন্যপ্রাণী সংরক্ষণে ড্রোন প্রযুক্তি সংযোজনের উদ্বোধন                    
 
ads

আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশে
চুক্তি বাস্তবায়ন ব্যতিরেকে পার্বত্য চট্টগ্রামে স্বাভাবিক অবস্থা আশা করা যায় না- ড.মিজানুর রহমান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2019   Monday

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন,মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় শিক্ষা কার্যক্রম ততটা ফলপ্রসূ হয় না এটা বৈজ্ঞানিকভাবেই প্রতিষ্ঠিত। এটা যেকোন রাষ্ট্রের দায়িত্ব দেশের নাগরিকদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম সুনিশ্চিত করা। 

 

তিনি আরো বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভেতরে একটি অশান্ত পরিবশে বিরাজ করছে। তাদের মধ্যে একটি ভীতির সঞ্চার হয়েছে তারা যেন সংবিধান অনুযায়ী সমঅধিকার সম্পন্ন নাগরিক নন। এর দু’টোকারণ এখানে উল্লেখ করা যেতে পারে। এক.পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। এ চুক্তি বাস্তবায়ন ব্যতিরেকে পার্বত্য চট্টগ্রামে স্বাভাবিক অবস্থা আশা করা যায় না। দুই. পার্বত্য চুিক্ত পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয় কারণ সেখানে নিরাপত্তার প্রশ্ন জড়িত। বাংলাদেশ রাষ্ট্রের অখন্ডতার নিরাপত্তার প্রশ্ন সেখানে জড়িত বলে কেউ কেউ মনে করেন। যদি তাই হয়ে থাকে তাহলে কাকে রাষ্ট্র দেশপ্রেমিক বলবেন আর কাকে দেশদ্রোহী বলবেন তিনি তার ব্যাখ্যা চান।


৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবসকে সামনে রেখে সোমবার রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যন্যাপ-এর সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের ওযার্কার্স পার্টিও সভাপতি রাশেদ খান মেনন এমপি, সিপিবি-এর সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদেও সাধারণ সম্পাদক এড. রাণাদাশ গুপ্ত প্রমুখ।


সমাবেশে পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসীদের সংগঠন, আদিবাসী নারী, যুব ও ছাত্র সংগঠন, এবং সহযোগী অন্যান্য সংগঠন তাদের নিজ নিজ ব্যানার নিয়ে অনুষ্ঠানে যোগদান করে। সমাবেশের পর বিভিন্ন আদিবাসী শিল্পীদের অংশগ্রহণে এটি আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান তিন প্রশ্ন রাখেন আজ যে আদিবাসীরা এ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়ে আবেগ দিয়ে জাতীয় সঙ্গীত- ‘আমারসোনার বাংলা, আমি তোমার ভালবাসি...’ -গেয়ে অনুষ্ঠান শুরু করল সে কি দেশদ্রোহী; নাকি যিনি শতশত কোটি টাকা বিদেশে পাচার করে নিজেকে দেউলিয়া ঘোষণা করে জনগণকে পথে নামিয়েছে সে দেশদ্রোহী? এ রাষ্ট্র কার পক্ষ অবলম্বন করবেন-এ প্রশ্নটি তিনি ছুঁড়েন। সুতরাং নিরাপত্তার দোহায় দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের অখন্ডতা থাকবে না এ খোঁড়া যুক্তি আর বেশিদিন টানা সম্ভব না।


সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন বাংলাদেশে এখনও গণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পায়নি। সমতলে আদিবাসীদের জাতীয় জীবনে বিরাজ করছে অস্থিরতা এবং পাহাড়ে আদিবাসীদের জাতীয় জীবনে চলছে অশান্তি। একদিন এই অশান্তি ও অস্থিরতার কারণ ঠিকই খোঁজে পাওয়া যাবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন শুধু আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা প্রদানের জন্য শুধু গুটিকয়েক আদিবাসী ভাষায় শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলেই দায়িত্ব শেষ হবে না, আদিবাসীদের মাতৃভাষা ও সংস্কৃতির প্রতি রাষ্ট্রের মর্যাদা থাকতে হবে।


বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং তার স্বাগত বক্তেব্যে বলেন, ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এবার সারা বিশ্বে এ দিবসের রজতজয়ন্তী পালন হচ্ছে। বাংলাদেশে এবার ঈদুল আযহা ছুটির সময়টা বিবেচনা করে একটু এগিয়ে ৫ তারিখেই কেন্দ্রীয় শহীদ মিনারের আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম। কিন্তু দেশব্যাপী ৯ আগষ্ট এ দিবসটি উদযাপন করা হবে।


সমাবেশে উপস্থিত বক্তারা আরো বলেন, স্বাধীনতার ৪৮ বছর পেরোলেও দেশের ৩০ লক্ষাধিক আদিবাসী জনগণ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত রয়েছে। সম্পূর্ণ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আদিবাসী ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে ঠেলে দেওয়া হয়েছে। ক্রমাগতভাবে আদিবাসীদের ভূমি অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এক সময় যেসব অঞ্চলে আদিবাসীরা সংখ্যাগরিষ্ঠ ছিল, সেখানে ‘পপুলেশন ট্রান্সফারের’ ফলে আদিবাসী জনগণ নিজভূমিতে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম, গারো পাহাড়, উত্তরবঙ্গ, গাজীপুর, মধুপুর বনাঞ্চল, পটুয়াখালী-বরগুনা, খাসিয়া অঞ্চল সর্বত্র আদিবাসীরা তাদের ঐতিহ্যগতভূমি হারিয়েছে। আদিবাসীদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা তো দূরের কথা, এখন আত্ম-পরিচয়, মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতি নিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। তারপরও আদিবাসী জনগণ অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম অব্যাহত রেখেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ