 
      
    রাজস্থলী উপজেলা বেসরকারী সংস্থা কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উদ্দ্যোগে বুধবার স্থানীয় বিভিন্ন গ্রামের সুবিধাভোগীদের মাঝে ১৯টি পরিবারকে ১৯টি ছাগল বিনামূল্য বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এগ্রো-ইকোলজি প্রকল্পের ব্যাবস্থাপক, সাধন কৃষ্ণ চাকমা, প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন, ৩২৭নম্বর চিংখ্যং মৌজা হেডম্যান চথোয়াইনু মারমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পক্ষে চিরজিৎ চাকমা ও কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মীরা।
এ সময় উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, বর্তমান সরকার গরীব বান্ধব সরকার। তার মধ্যে পার্বত্য জনগনের জন্য আরো একধাপ এগিয়ে সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। তারই ধারাবাহিক রেখে পার্বত্য অঞ্চলের সরকার পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোও কাজ করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			 
  
			