• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চল থেকে জাতীয় ও আন্তর্জাতিক ১২জন ক্রীড়াবিদদের সংবর্ধনা                    ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু,সাংগ্রাই, বৈসুক উৎসব শুরু                    বিজু-সাংগ্রাই-বৈসু উপলক্ষে রাঙামাটিতে বর্নাঢ্য র‌্যালী                    বান্দরবানে ধরপাকড়,হয়রানির ঘটনায় উদ্বেগ ও আটকদের মুক্তির দাবি তিন সংগঠনের                    বিজু উৎসব উপলক্ষে রাঙামাটিতে সেনাবাহিনীর আর্থিক সহায়তা                    রাঙামাটিতে জুম উৎসবের আয়োজন                    বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সন্মেলন                    বিলাইছড়িতে আগুনে ৬টি বসতঘর পুড়েছে, আহত ১                    পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের স্বাধীনতা ও জাতীয় দিবস কর্মসূচি পালন                    রাবিপ্রবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত                    বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধীতে বিজিবির মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধা নিবেদন                    রাঙামাটিতে নতুন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা                    রাঙামাটি সদর উপজেলা পরিষদের দরপত্র প্রকাশ নিয়ে গোপণীয়তার অভিযোগ                    কাপ্তাইয়ে গাছ কাটার অনুমতি না থাকায় ব্রীজ নির্মাণে অশ্চিয়তা                    সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান                    বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু, ১৪ জন অসুস্থ, এলাকায় আতংক                    রাঙামাটিতে জেনারেল হাসপাতালের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা                    গ্রামবাসীদের উচ্ছেদ বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি                    স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী                    ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের                    চ্যাম্পিয়ন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ                    
 
ads

পর্যটক অপহরণের ঘটনায় বান্দরবানে পর্যটন সংখ্যা কমে গেছে!

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2015   Monday

বান্দরবানের রুমা উপজেলা ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী  সেপ্রু পাড়া থেকে দুই পযর্টকসহ তিন জনকে অপহরনের ঘটনার পর বান্দরবানের পর্যটকের সংখ্যা কমে গেছে। পর্যটক না আসায়  বান্দরবানে পর্যটন ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে। বর্তমানে দেশী-বিদেশী পর্যটক না থাকায় ফাঁকা হয়ে পড়েছে জেলার হোটেল-মোটেল, রির্সোটগুলো। লোকসানীর আশংকায় হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, প্রতিবছর এ মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বান্দরবানে পর্যটন স্পটগুলোতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ও বিদেশী পর্যটকদের উপচে পড়া ভীড় লেগে থাকে। কিন্তু ঢাকায় বিদেশী হত্যাকান্ড ও বান্দরবানে পর্যটক অপহরণের ঘটনায় আশংকাজনক হারে বান্দরবানে পর্যটকের সংখ্যা কমে গেছে। পর্যটক না থাকায় সবচেয়ে বেশি লোকসানী গুনতে হচ্ছে হোটেল-মোটেল, রিসোর্টের মালিকদের। পর্যটকের আনাগোনা কমে যাওয়ায় লোকসানের মূখে পড়েছে পরিবহরণ ব্যবসায়ীরাও। অধিকাংশ হোটেল-মোটেলের বুকিং বাতিল করেছেন পর্যটকরা। এতে হোটেল-মোটেল সবই ফাঁকা পড়ে রয়েছে।  অলস সময় কাটাচ্ছেন পর্যটন স্পটগামী পরিবহণ শ্রমিকেরা।

বান্দরবান হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ঢাকায় দুই বিদেশি নাগরিক হত্যাকান্ডের কারণে বিদেশি পর্যটকরা বান্দরবানে আসছে না। এবং বান্দরবানের রুমা উপজেলা ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী  সেপ্রু পাড়া থেকে দুই পযর্টকসহ তিন জনকে অপহরনের ঘটনার পর দেশীয় পর্যটকদের সংখ্যা কমে গেছে। তবে এখানকার আইন শৃঙ্খলাবাহিনী পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে খুবই জুরালো ভুমিকা পালন করছেন।

বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল. এস এম ওয়ালিউর রহমান জানান, বান্দরবানের সৌন্দর্য্যের আকৃষ্ট হয়ে এ মৌসমে অসংখ্য দেশী-বিদেশী পর্যটকের আগমন ঘটে। কিন্তু এখানে নিরাপত্তার বিষয়টি বিজিবি সদস্যদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে সমস্ত পর্যটকরা আসেন তাদের জন্য নিবন্ধিত গাইড যারা রযেছেন সেই সব নিবন্ধিত গাইডদেরকে সিভিল প্রশাসক থেকে একটি গাইডবই আকারে বের করে তাদের কাছে বিতরন করা হয় এবং নিবন্ধিত গাইড ছাড়া অন্য স্থানে ভ্রমন করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। এছাড়া পর্যটকরা গাইড নিয়ে যে সমস্ত পর্যটন স্পটে যাবেন সেখানকার স্থানীয় বিজিবির ক্যাম্পে রেজিষ্টেশন করা হলে তার তথ্য  জানা   থাকলে তাহলে  পর্যটকদের নিরাপত্তা দেয়া সহজ হতো।  বিশেষ করে বান্দরবানের সব চাইতে আকর্ষনীয় পর্যটন সস্পট তিন্দু, বড় পাথর, রেমাক্রী, নাফাকুম, পদ্ধঝিরি, নীলগিরি এই জায়গা গুলোতে যদি পর্যটকরা অবস্থান করেন তাহলে তাদের নিরাপত্তা দেওয়া বিজিবির জন্য সহজ হতো।

উল্লেখ্য, গত ২ অক্টোবর  ঢাকার মিরপুর এলাকা থেকে আব্দুল্লাহ জুবায়ের(২৬) ও জাকির হোসেন মুন্না(৩৪)  নামের দুই পর্যটক বান্দরবানে রুমা উপজেলায় যান। পরের দিন রুমার উপজেলার স্থানীয় গাইড মাংছাই ম্রো (৩২)-কে সাথে দুই পর্যটক রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বড়থলী  ইউনিয়নের নতুন পুকুর দেখার উদ্দেশ্য রওনা হন। ওই দিন বাংলাদেশ-ভারত-মিয়ানমারের ত্রি-দেশীয় সীমান্তবর্তী এলাকা বড়থলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সেপ্রু পাড়ার নতুন পুকুর এলাকায়  পৌঁছলে ৪ থেকে ৫ জনের একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ