• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে হিল ফ্লাওয়ারের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা                    পরিবেশ রক্ষায় বরকলে আনসার ও ভিডিপি সদস্যদের ৭২০০ গাছ রোপণ                    বরকলে ছোট হরিণা জোনের উদ্যোগে সহায়তা প্রদান                    হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত                    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী                    নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক                    পাহাড়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও উন্নয়ন চাই-পার্বত্য উপদেষ্টা                    সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রামে এক সাথে থাকতে চাই-পার্বত্য উপদেষ্টা                    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন                    রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসবে নিরাপত্তায় থাকবে আইন-শৃংখলা সেনাবাহিনী                    নানিয়ারচরে নৌকা ডুবিতে নিখোজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার                    লংগদুতে ঝড়ে নৌকা ডুবে মা ও দু্ই ছেলের মৃত্যু                    বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার                    ইউপিডিএফের অস্ত্রধারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে-ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক                    খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় রাঙামাটির এনসিপির নিন্দা ও প্রতিবাদ                    গুইমারায় নিহত ৩জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর,১৪৪ ধারা বলবৎ                    রাঙামাটিতে রাজনৈতিক,ধর্মীয়,সামাজিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়                    খাগড়াছড়ির উদ্ভূতপরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান-পার্বত্য উপদেষ্টা                    পাহাড়ে ফুটবলে বড় আসর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    শুক্রবার পর্দা উঠছে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট                    
 
ads

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, থানায় মামলা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2020   Tuesday

রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি আরএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লংগদু থানায় ছাত্রীটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রোববার রাতে এই লংগদু থানায় প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর মঙ্গলবার রাঙামাটি জেনারেল হাসপাতালে মেডিকেল টেষ্টের জন্য নিয়ে আসা হয়েছে।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গেল ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্রী হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বিদ্যালয়ের দিকে যায়। এবং খোঁজাখুঁজি শেষে ফেরার পথে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম ছাত্রীটিকে লেবু দেয়ার জন্য বিদ্যালয়ের পেছনে অবস্থিত ছাত্রাবাসের একটি কক্ষে ডাকেন। ছাত্রীটি কক্ষে যাওয়ার সাথে সাথে আব্দুর রহিম দরজা বন্ধ করে জোরপূর্বক ছাত্রীটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দেন।

 

ঘটনার শিকার ছাত্রীটির মা বলেন, আমার মেয়ে হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বিদ্যালয়ের দিকে যায়। তখন ফেরার পথে অভিযুক্ত প্রধান শিক্ষক আমার মেয়েকে লেবু দেয়ার জন্য ডেকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দেন।

 

এদিকে,গত রোববার রাতে ঘটনার শিকার পাহাড়ী ছাত্রীটির মা বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালের দিকে ছাত্রীটিকে মেডিকেল টেষ্টের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রাঙামাটির আদালতে ছাত্রীটি তোলার পর আদালত ছাত্রীটিকে তার মায়ের জিম্মায় ছেড়ে দিয়েছেন। এর আগে গেল ১ অক্টোবর ছাত্রীটির বাবা অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমার কাছে লিখিত অভিযোগ দেয়।


ঘটনার শিকার ছাত্রীটির মা বলেন, তার মেয়ে গত ২৭ সেপ্টেম্বর ঘটনাটি তাকে সমস্ত কিছু খুলে বললে স্থানীয় কারবারীর(গ্রাম প্রধান) কাছে বিষয়টি জানানো হয়। এছাড়া গেল ১ অক্টোবর অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু সুরাহা পাওয়া যায়নি।


তিনি আরো জানান, ওই বিদ্যালয় থেকে তার মেয়ে এ বছর এসএসসি পাশ করেছে। তিনি নিজেও বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য। তার মেয়ে এভাবে নিজ বিদ্যালয়ের শিক্ষকের কাছে নিরাপদ না হয় অন্যান্যদের বেলায় কি হবে? তিনি এ ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানান।


বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আঠারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা জানান, গেল ১ সেপ্টেম্বর ঘটনার শিকার ছাত্রীটির বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছিলেন তার কাছে। আমার বাবা অসুস্থতাসহ জরুরী ব্যস্ততার কারণে বৈঠক ডাকা সম্ভব হয়নি। তবে গতকাল মঙ্গলবার বৈঠকে বসার কথা ছিল। কিন্তু অভিযুক্ত ছাত্রীটি যেহেতু থানায় মামলা দায়ের করেছে সেহেতু ঘটনাটি আইনগত প্রক্রিয়ায় চলে গেছে তাই আর বৈঠক করা হয়নি। এ ঘটনার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করা হয়েছে।


লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোঃ নূর জানান, রোববার রাতে ঘটনার শিকার ছাত্রীটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের পর মঙ্গলবার ছাত্রীটিকে মেডিকেল টেষ্টের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল টেষ্টের পর ছাত্রীটিকে রাঙামাটির আদালতে ছাত্রীটি তোলার পর মাননীয় আদালত ছাত্রীটিকে তার মায়ের জিম্মায় ছেড়ে দিয়েছেন। তিনি আরো জানান, ঘটনার পর অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাতক রয়েছেন। ভৌগলিকগত কারণে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করা যাচ্ছে না। পুলিশ তাকে আটকের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।


রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির মুঠোফোনে বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে এবং অভিযুক্তকে ধরতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ