• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু                    কাউখালী বেতবুিনিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত                    রাঙামাটি রাজ বন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন                    রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু                    বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী শুরু হচ্ছে রাজ বনবিহারে ৪৯তম কঠিন চীবর দান                    রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম হরিণায় বিজিবির মানবিক সহায়তা                    বিলাইছড়িতে প্রকল্প পরিদর্শনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক                    বিলাইছড়িতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ডিপিও                    বিলাইছড়িতে ২২ লিটার মদসহ আটক ১                    কাপ্তাই হ্রদ খননে পরিকল্পনা নেওয়া হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা                    রাঙামাটির বিএফডিসির বেহাল অবস্থায় দেখে হতাশা প্রকাশ মৎস্য উপদেষ্টার                    জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন                    কাউখালীতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১: আহত ১                    ইইউ’র অর্থায়নে বিলাইছড়িতে নগদ অর্থ সহায়তা পেল ১৭৯ পরিবার                    ৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু                    রাঙামাটিতে প্রধান শিক্ষককের বিদায় সংবর্ধনা ও শিক্ষক সম্মাননা প্রদান                    রাঙামাটিতে বিরল প্রজাতির গোপালী বুনো হাতি শাবকের মৃত্যু                    চাকমা ও মারমা ভাষার পাঠ্যপুস্তকে নিজস্ব লিপিতেই প্রকাশের দাবি ২৪ বিশিষ্ট নাগরিকের                    বিলাইছড়ি বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু                    রাঙামাটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ                    জুরাছড়ি বরকলক শান্তিদান বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    
 
ads

লামায় তামাক কোম্পানী তামাক ক্রয় না করায় চাষীদের ঘরে ঘরে কান্না চলছে

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন,লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2020   Thursday

বান্দরবানের লামায় তামাক কোম্পানীদের নিবন্ধনকৃত তামাক চাষীরা তামাক ঘরে তুলতে শুরু করে গেলো মার্চ মাস থেকে। নিয়ম মাফিক তামাক পুড়িয়ে বিক্রির উপযোগী করে বাড়িতে স্তুপ করে রেখেছে তামাকের ব্যাল।

 

করোনা ভাইরাস সংক্রমনের আশংকায় সরকার ঘোষিত সারা দেশব্যাপী হোম কোয়ারেন্টাইন ও লকডাউন কার্যক্রমে অর্থ সংকটে পড়েছে। এই কারণে নব্বই শতাংশ তামাক চাষী তার পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন তামাক চাষীরা।

 

তামাক চাষীদের পক্ষে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানীর নিবন্ধনকৃত চাষী ও বাংলাদেশ আওয়ামীলীগ লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল্লাহ সাংবাদিকদের কাছে লিখিত আবেদনের মাধ্যমে জানান, লামা উপজেলা ও বমু বিলছড়ি ইউনিয়নের বেশির ভাগ আবাদী জমিতে বোরো মৌসুমে তামাক কোম্পানী গুলো চাষিদের নিবন্ধন করে তামাক চাষ করায়। তাদের তামাক কোম্পানীদের অর্থ ও তামাকের উপকরণ সামগ্রী দিয়ে চাষীরা তামাক চাষ করে থাকে। উপজেলার নব্বই শতাংশ মানুষ এ তামাকের সাথে কোননা কোন ভাবে জড়িত। সে হিসাবে লামার প্রধান অর্থকারী ফসল হলো তামাক।

 

তিনি আরো বলেন, এ তামাক চাষ করেই চাষীরা একটু লাভবান হয়। তামাক চাষ করতে গিয়ে চাষীরা অন্যের কাছ থেকে প্রচুর টাকা কর্য করতে হয়। তামাক নভেম্বর ও ডিসেম্বর মাসে রোপন শুরো করে।  এ তামাক মার্চ-এপ্রিলের দিকে প্রতি বছর তামাক কোম্পানী গুলো চাষিদের কাছ থেকে ক্রয় করে নেয়। তামাক বেশি দিন ঘরে রাখলে তার গুণগতমান নষ্ট হয়ে যায়। পরে এ তামাক কোন কাজে আসেনা। নির্দিষ্ট সময়ের মধ্যে তামাক বিক্রয় করতে না পারলে তামাক আর কেউ ক্রয় করেনা। পরে তামাক গুলো যে অবস্থায় আছে সে অবস্থায় পঁচে যায়। অন্যান্য বছর তামাক কোম্পানী গুলো মার্চ মাসের মধ্য সময় থেকে চাষীদের কাছ থেকে তামাক ক্রয় শুরু করতো। কিন্তু এ বছর দেশের সার্ভিক দূর্যোগময় পরিস্থিতির জন্য তামাক কোম্পানী গুলো এখনো তামাক ক্রয় শুরো করেনি এবং তামাক ক্রয় করবে কিনা এ ব্যাপারে চাষীদের কিছুই বলছেনা। চাষীদের কাছ থেকে তামাক ক্রয়ের ব্যাপারে আমরা তামাক কোম্পারীর ম্যানাজারদের সাথে কথা বলেছি।

 

 তামাক কোম্পানীর ম্যানাজাররা আমাদেরকে জানিয়েছেন, ২০২০সালের উৎপাদিত তামাক ক্রয় করার জন্য হেড অফিস থেকে এখনো অর্ডার আসেনি। সে জন্য চাষিদের উৎপাদিত তামাক ক্রয় করবো কিনা এখনো বলতে পারছিনা। এখন বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রকোপের মধ্যে আপাতত তামাক ক্রয় বন্ধ রয়েছে।


এদিকে আরেক চাষী মোঃ রুহুল আমিন জানিয়েছেন,আমরা তামাক চাষীদের ধারোনা, তামাক কোম্পানী গুলো করোনা ভাইরাসের সুযোগ নিয়ে স্বল্প মূল্যে তামাক ক্রয় করার জন্য বর্তমান সময়ে চাষীদের কাছ থেকে তামাক ক্রয় করছেননা। এখন তামাক ক্রয় না করার মানে হলো চাষীদের জিম্মি করে রাখা। করোনা ভাইরাসের লকডাউনের কারণে তামাক চাষীরা অর্থ সংকটে পড়ে অনাহারে অর্ধাহারে দিন পার করছে। চলছে চাষীদের ঘরে ঘরে কান্নার রোল।


অপরদিকে রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ও ব্রিটিশ টোবাকোর চাষী  মোঃ আবু তাহের এবং জাপান টোবাকোর চাষী মোঃ আবু শামা জানিয়েছেন, ৯৯শতাংশ তামাক চাষী ধার কর্য করে এ তামাক ফলিয়েছে। পাওনাদাররা প্রতিদিন পাওনা টাকা খোঁজতে অাসছেন চাষীদের ঘরে ঘরে। আবার এ সময়ের মধ্যে করোনা ভাইরাসে সারা দেশের লকডাউনের কারণে তামাক চাষীদের ঘরে ঘরে খাদ্যের অভাবে হাহাকার চলছে। তাই চাষীদের জীবন বাঁচিয়ে রাখতে দ্রুত তামাক পাতা ক্রয় করার জন্য তামাক কোম্পানীর কাছে অনুরোধ করছি।


তামাক কোম্পানীর লামার দ্বায়িত্বরতদের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে আমরা আপতত তামাক ক্রয় করছিনা। তামাক ক্রয়য়ের নতুন করে তামাক ক্রয়য়ের আদেশ আসলে আমরা চাষিদের কাছ থেকে তামাক ক্রয় করে নেবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ