• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত                    ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত                    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবী                    নানিয়ারচরে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই ইউপিডিএফ সদস্য আটক                    পাহাড়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ন সম্পর্ক ও উন্নয়ন চাই-পার্বত্য উপদেষ্টা                    সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রামে এক সাথে থাকতে চাই-পার্বত্য উপদেষ্টা                    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন                    রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসবে নিরাপত্তায় থাকবে আইন-শৃংখলা সেনাবাহিনী                    নানিয়ারচরে নৌকা ডুবিতে নিখোজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার                    লংগদুতে ঝড়ে নৌকা ডুবে মা ও দু্ই ছেলের মৃত্যু                    বিলাইছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার                    ইউপিডিএফের অস্ত্রধারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে-ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক                    খাগড়াছড়ির সহিংসতা ঘটনায় রাঙামাটির এনসিপির নিন্দা ও প্রতিবাদ                    গুইমারায় নিহত ৩জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর,১৪৪ ধারা বলবৎ                    রাঙামাটিতে রাজনৈতিক,ধর্মীয়,সামাজিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়                    খাগড়াছড়ির উদ্ভূতপরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি-বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান-পার্বত্য উপদেষ্টা                    পাহাড়ে ফুটবলে বড় আসর ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন                    শুক্রবার পর্দা উঠছে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট                    খাগড়াছড়িতে জুম্ম শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত                    বাঘাইছড়িতে প্রসবের পরবর্তী রক্তক্ষরণে এক নবজাতক মায়ের মৃত্যু                    
 
ads

মানিকছড়িতে ১০ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা
আওয়ামীলীগ সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারাবদ্ধ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2019   Wednesday

মানিকছড়ি উপজেলার প্রাচীন জনপদ বাটনাতলী ইউনিয়নের ২০ গ্রামের মানুষ বিদ্যুৎ সুবিধা পেতে যাচ্ছে। মঙ্গলবার  বিকেলে ইউনিয়নে ১০ কিলোমিটার ১১ কেভি বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।


সকাল ১১টায় বাটনাতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজন করা হয় বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধনের। বাটনাতলঅ ইউপি চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম মোহন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারাবদ্ধ। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে আওয়ামীলীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বের উদাহরণ। তিনি জনগণকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করেন। এ জনপদে বিদ্যুৎ সংযোগ তারই আরেকটি প্রমাণ। আসুন আমরা পাহাড়ে হানাহানি, হিংসা-বিভেদ ভুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করি।


উপজেলার বিদ্যুৎ প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলা সদর থেকে বাটনাতলী পর্যন্ত ১০ কিলোমিটার জনপদে প্রায় ১৫ সহ¯্রাধিক পরিবারের বসবাস। আর এ জনপদটি জেলার সাবেক মহকুমা শহর রামগড় উপজেলার সাবেক ইউনিয়ন। যা পরবর্তীতে মানিকছড়ি উপজেলার ২ নং ইউনিয়ন হিসেবে পরিচিত লাভ করে। উপজেলার সদর- ডাইনছড়ি-বাটনাতলী-সালদা পর্যন্ত এ জনপদের ১০ কিলোমিটার দূরত্বে বিদ্যুৎ সংযোগ পেতে দীর্ঘ যুগের পর যুগ অপেক্ষা করতে হয়েছে ইউনিয়নবাসীকে। শুধু তাই নয় বিগত সময়ে অনেক জনপ্রতিনিধি বিদ্যুৎ সংযোগের প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে ব্যর্থ হয়েছে। ফলে মানুষের অপেক্ষার পালা শেষ হয়ে যায়নি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বর্তমান সাংসদ এ জনপদে বিদ্যুৎ সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দেন এবং ৯ এপ্রিল সকালে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করে প্রমাণ করেন আওয়ামীলীগ সরকার কথা দিয়ে কথা রাখে।


পরে তিনি বাটনাতলী হরি মন্দির নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। এসময় জেলা পরিষদ সদস্য এম. এ. জব্বার, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, মো. জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মাহমুদ, ছাত্রলীগ সভাপতি মো.আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামালসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সর্বসাধারণ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ