• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাংবাদিক প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে রাঙামাটিতে প্রতীকি কর্মবিরতি                    খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আটক                    খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পার্বত্য উপদেষ্টা                    খাগড়াছড়িতে দোকান ভাংচুর ও লুটপাট মামলায় ৫ জন আটক                    খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও ওষুধ বিতরণ                    খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ                    খাগড়াছড়িতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে,সাপ্তাহিক হাটে উপস্থিতি কম                    খাগড়াছড়ি পৌরসভা এলাকায় ১৪৪ ধারা চলছে,এখনো থমথমে অবস্থা                    অনাকাংখিত পরিস্থিতি এড়াতে খাগড়াছড়ি জেলা সদরে ১৪৪ ধারা জারি                    পানছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী ও কিশোরীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ                    মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ                    খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সহিংস ঘটনার তদন্ড শুরু করেছেন তদন্ড কমিটি                    খাগড়াছড়িতে নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্জলন                    খাগড়াছড়ির ৭২ ঘন্টা সড়ক অবরোধ পালিত,সাজেকের আটকে পড়া পর্যটকরা ফিরবেন আজ                    সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক                    আগামীতে যেন আর ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয়, সজাগ থাকতে হবে-হাসান আরিফ                    শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধের প্রথমদিন চলছেনা দুরপাল্লার গাড়ি                    দীঘিনালায় সহিংস ঘটনায় নিহত ৩, আহত ১০                    দীঘিনালায় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া,বাজারে আগুনে পুড়েছে অর্ধ শতাধিক দোকানপাট                    চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ৫শতাংশ কোটা চালুর দাবীতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ-সমাবেশ                    নতুন রাষ্ট্র সংস্কার ও সংবিধান পুনর্লিখনে ৭২ সালে এমএন লারমার চিন্তা প্রতিফলিত হচ্ছে                    
 
ads

মাতৃভাষার শিক্ষক সংকট শিগগিরই দুর হবে-দীপংকর তালুকদার এপি

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2024   Saturday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুরা যাতে নিজেদের ভাষায় লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছেন। তবে এ ভাষায় শিশুদের লেখাপড়া করাতে যে শিক্ষক সংকট রয়েছে তা দুরীভূত হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কিমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 শনিবার রাঙামাটি তাকে ও বাংলা একাডেমী সাহিত্য পুরুস্কারে ভূষিত হওয়ায় সংর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বরেন, বাংলা একাডেমী সাহিত্য পুরুস্কারে ভূষিত কবি ও সাহিত্যিক মৃত্তিকা চাকমা শুধু পার্বত্য চট্টগ্রামের নয় সারাদেশের একজন কৃতি সন্তান ও শ্রেষ্ঠ সম্পদ। তাকে অনুসরণ করে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম থেকে আরো অনেক অনেক গুনি ব্যক্তি উঠে আসবেন।

তিনি বলেন, আমাদের মাঝে দেশের প্রতি যে জাতীয়তাবোধ তৈরী হয়েছে তা আরো ধীরে ধীরে অগ্রসর হবে এবং দেশের একজন নাগরিক হিসেবে যেসব অধিকার রয়েছে তা চর্চা করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক অস্থিরতার কথা অনেকেই তুলেছেন তা পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে পারি তাহলে এ অস্থিরতা অতিক্রম করা যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাষ্টের সভাপতি দীপক বিকাশ চাকমা। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, চাদঁ রায়, পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ এসোসিয়শনের সহ-সভাপতি আনন্দ মোহন চাকমা, পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক সহায়ক ফাউন্ডেশন ট্রাষ্টের উপদেষ্টা সুশীল প্রসাদ চাকমা ও অভয় প্রকাশ চাকমা। বক্তব্য দেন কবি শিশির চাকমা, মনির আহমেদ, জগৎজ্যোতি চাকমা, হীরালাল চাকমা প্রমুখ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি দীপংকর তালুকদার এমপি ও বাংলা একাডেমীর পুরুস্কার প্রাপ্ত মৃত্তিকা চাকমাকে ক্রেস প্রদান করে সন্মানা দেওয়া হয়।

কবি মৃত্তিকা চাকমা বলেন, বাংলা একাডেমী সাহিত্য পুরুস্কারে তাকে সন্মানিত করায় এ সন্মান তার একার নয় এ সন্মান সারা পার্বত্যবাসীর।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ