বাঘাইছড়িতে এলজিইডির অনলাইনে টেন্ডার পেছানোর দাবী ঠিকাদারের

Published: 31 Mar 2020   Tuesday   

করনো ভাইরাস প্রতিরোধের কারনে গনপরিবহনসহ সামাজিক দুরত্ব বজয় রাখতেবাঘাইছড়িতে এলজিইডির অনলাইনে টেন্ডার পেছানোর দাবী  জানিয়েছেন ঠিকাদাররা।

 

জানা গেছে, রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী অফিস সহ বাঘাইছড়ি উপজেলাসহ ১০টি উপজেলাতে ১  এপ্রিল থেকে ৫  এপ্রিল পর্যন্ত বেশ কিছু অনলাইন টেন্ডার রয়েছে। বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি সাধারন ঠিকাদারসহ সবাই হোম কোয়ারেমন্টনে রয়েছেন এই জরুরী অবস্হায় সাধারন ঠিকাদাররা অনলাইনে টেন্ডার করা অনিশ্চয়তা দেখা দিয়েছে। 



বাঘাইছড়ি ঠিকাদার নুরুল আলম জানান, বর্তমানে এই পরিস্থিতিতে টেন্ডারে অংশ গ্রহণ করা ঠিকাদারদের পক্ষে সম্ভব নয়। আমাদের উপজেলার ব্যাংক গুলোতে অনলাইন পেওডার হয়না তাই আমরা জেলাপ্রশাসক, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, উপজেলা প্রকৌশলী এলজিইডির কাছে আমাদের অনুরোধ টেন্ডার তারিখ গুলো পেছানো জন্য জোর দাবী করছি।


 উপজেলা প্রকৌশলী মো মনিরুজাম্মান  জানান তাকে বেশ কিছু ঠিকাদার ফোন করছে টেন্ডারের তারিখ পেছানোর ব্যপারে আমি বিষয়টি নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত