খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে ও মাইকিং করছে সেনা বাহিনী

Published: 30 Mar 2020   Monday   

খাগড়াছড়িতে সদর সেনা জোনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে জীবানুনাশক স্প্রে করছেন সেনা বাহিনীর সদস্যরা।

 

সোমবার সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো. আহসান হাবিবের নেতৃত্বে জীবানুনাশক স্প্রে ও জনসচেতনতা মূলক মাইকিং করা হয়।

 

দেশের করোনা ভাইরাস প্রতিরোধ মোকাবেলায় এ কার্যক্রমের জনসচেতনতা বৃদ্ধিতে সেনা টহল গাড়িতে মাইকিং করে জন সচেতনতায় জনগনকে সচেতন করা হচ্ছে। সকালে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমে সেনাবাহিনীর একটি দল মাঠে কাজ করেছে।

 

খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো. আহসান হাবিব জানান,দেশে করোনা ভাইরাসের নতুন সংক্রমন ঠেকাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাস নিয়ন্ত্রনে  বাংলাদেশ সেনা বাহিনী মাঠে কাজ করছে। জন সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনায় খাগড়াছড়ি সদর জোন ইতোমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ও পানছড়ি উপজেলায় ধারাবহিকভাবে এ কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে জন সচেতনতা বৃদ্ধি করে জনগনের মধ্যে করোনা সচেতন বার্তা পৌছে দেওয়া হচ্ছে।

 

তিনি আরো জানান, খাগড়াছড়ি জোন কর্তৃক নিম্ন আয়ের মানুষদের জন্য খাগড়াছড়ি সদর জোন ত্রাণ পরিকল্পনা গ্রহন করেছে। যা পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে খুব শীগ্রই এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত