খাগড়াছড়িতে গরীব ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করলেন বাসন্তি চাকমা এমপি

Published: 30 Mar 2020   Monday   

খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকায়  গরীব ও অসহায়দের মাঝে ত্রাণ  বিতরণ করেছেন তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তি চাকমা।

 

সোমবার বিকেল সাড়ে চার টায় খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়নের মহালছড়া  পিটিআই গেইট, গঞ্জপাড়া মাদ্রাসা মাঠ ও সাতভাইয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় গরীব ও অসহায়দের মাঝে এ ত্রাণ বিতরণ করেন তিন পার্বত্য জেলার নারী সাংসদ বাসন্তি চাকমা এমপি। এ সময় তিনি বয়স্ক লোকদের করোনা ভাইরাস নিয়ে কথা বলেন। কিভাবে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায় তা বুঝান এবং সুস্থ থাকার জন্য সবাইকে প্রতিদিন অনন্ত পাঁচ থেকে ছয়বার সাবান বা জীবানু নাশক দিয়ে হাত ধোওয়ার পরামর্শ দেন।  ত্রাণ বিতরণ কালে তিনি প্রধানমন্ত্রী জন্য দোয়া প্রার্থনা করেন।

 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামশুন নাহার, গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা।

 

এছাড়া ও তিনি মঙ্গলবার পানছড়ি উপজেলার বিভিন্ন এলাকা সফর ও ত্রাণ বিতরণ করবেন বলে জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত