দীঘিনালা কলেজের ২২ শিক্ষক-শিক্ষিকাকে ল্যাপটপ প্রদান

Published: 28 Mar 2015   Saturday   

দীঘিনালা কলেজের ২২ শিক্ষক-শিক্ষিকাকে ল্যাপটপ প্রদান

মান সম্মত শিক্ষা প্রদান ও মাল্টিমিডিয়া ক্লাস বাস্তবায়নের জন্যে  খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ ২২ জন  শিক্ষক-শিক্ষিকাকে ল্যাপটপ প্রদান করেছে।

শনিবার সকালে কলেজ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ২২জন শিক্ষক-শিক্ষিকাকে ল্যাপটপ হস্তান্তর করেন অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা। এসময় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য নলেন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা  বলেন সরকার তথ্য প্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। বর্তমানে অত্র কলেজে সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী অধ্যায়ন করছে এর মধ্যে একাদশ দ্বাদশ শ্রেণিতে অধ্যায়ন করছে দুই হাজার তিনশ ছাত্রছাত্রী  যাদের সবার কম্পিউটার শিক্ষা বাধ্যতামুলক কিন্তু দুইজন শিক্ষকের পক্ষে সবাইকে মান সম্মত শিক্ষা প্রদান করা সম্ভব নয়। তাই কলেজ পরিচালনা পর্ষদ প্রথম পর্যায়ে ২২ জন শিক্ষক শিক্ষিকাকে  এবং দ্বিতীয় পর্যায়ে বাকী ১৫ জন শিক্ষক শিক্ষিকাকে নিজস্ব অর্থায়ানে ল্যাপটপ প্রদান করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে।

--হিলবিডি২৪/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত