রাঙামাটিতে আওয়ামীলীগসহ জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে হতদরিদ্র মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Published: 30 Mar 2020   Monday   

করোনা ভাইরাসে সংক্রামক ঠেকাতে পাহাড়ের কর্মহীন মানুষের সাহায্যে হাত বাড়িয়েছে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

 

সোমবার সকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কর্মহীন পরিবারের হাতে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন। এছাড়াও রাঙামাটি সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগেও কর্মহীন পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হয়েছে।

 

এ সময় আওয়ামীলীগ অফিসে ত্রাণ বিতরণ কালে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান, সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌর আওয়ামীলীগের ৯ টি ওযার্ডের মোট ১ হাজার পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেয়ার জন্য ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতি ওয়ার্ডের জন্য ১০০জনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই ত্রাণের মধ্যে ১৫ কেজি চাল, ডাল, তেল, লবন, পেয়াজসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে।

 

এদিকে করোনায় আতংকে কর্মহীন হয়ে পড়া রাঙামাটির সদর উপজেলার বন্দুক ভাঙ্গার দুর্গম পাহাড়ী গ্রামের মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। তিনি আজ সকালে রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডের ৩০ পরিবারসহ মোট ৯টি ওয়ার্ডের ১৫০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেন।

 

এ সময় রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরুন কান্তি চাকমা, সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা তর্পণ দেওয়ান, সদর উপজেলা পিআইও অফিসের কর্মকর্তা হিরো বড়–য়াসহ ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন। এই ত্রাণের মধ্যে ১৫ কেজি চাল, ডাল, তেল, আলু সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে।

 

অন্যদিকে রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১২০০ পরিবারের মাঝে খাদ্য শস্য বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা। আজ সকালে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী কর্মহীন পরিবারগুলোর হাতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

এ সময় রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী মোঃ ইসলাম উদ্দিন, রাঙামাটি পৌরসভার প্যানেল মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। পরে পৌর কাউন্সিলরগন প্রতিটি ওয়ার্ডের কর্মহীন মানুষের ঘরে ঘরে এইসব খাদ্য শস্য পৌছে দিবেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত