বাঘাইছড়িতে সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে হৃদয়ে বাঘাইছড়ির স্বেচ্ছাসেবীদের বৃত্ত অঙ্কন

Published: 30 Mar 2020   Monday   

করোনা ভাইরাসে জনসচেতনতার জন্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় চৌমুহনী ও উপজেলা মসজিদ মার্কেটে  মুদি, ঔষধের দোকান সহ কাচাবাজারে সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য রঙ দিয়ে গোল বৃত্ত একে দিলো সামাজিক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির স্বেচ্ছাসেবীরা।

 

সামাজিক দুরুত্ব নিশ্চিত করার জন্য সর্বসাধারণকে নির্দেশনা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার। তারই পরিপ্রেক্ষিতে বাঘাইছড়িতে দোকানে যেন মানুষের ভিড় না জমে নিদৃষ্ট দুরত্বে থেকে পণ্য ক্রয় করে তাই বিভিন্ন রঙ দিয়ে গোল বৃত্ত একে দিলেন স্বেচ্ছাসেবীরা।

 

হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের, বাঘাইছড়ি ইউনিটের সভাপতি মোঃ মামুন উদ্দিনের নেতৃত্বে এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ রিপন এর সমন্বয়ে অংশ নেয় হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের  বিভিন্ন ইউনিটের সদস্যগন।

 

এসময় হৃদয়ে বাঘাইছড়ি সংগঠনের  কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে  বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সকল উদ্যোগকে সফলভাবে সম্পন্ন করতে হৃদয়ে বাঘাইছড়ি টীম সর্বদা প্রস্তুত রয়েছেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত