কর্মহীন মানুষের বাড়ীতে রাঙামাটি জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী

Published: 29 Mar 2020   Sunday   

করোনা ভাইরাস আতংকে ঘরে থাকা রাঙামাটিতে কর্মহীন ও গরীব আড়াই হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান শুরু করেছে জেলা প্রশাসন।

 

রোবববার  রাঙামাটি পৌরসভার রসুলপুর এলাকায়  কর্মহীন ও গরীব ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহাযতা তুলে দেন জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। এ সময় ৭ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ জামাল উদ্দিন, ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেরা উপস্থিত ছিলেন।

 

এর আগে গেল তিন দিনে রাঙামাটি পৌর শহর ও ১০ উপজেলার কর্মহীন মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

 

জেলা প্রশাসক বলেন, রাঙামাটি জেলায় এই পর্যন্ত আড়াই হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের কাছে এখনো খাদ্য শষ্য মজুত রয়েছে। করোনা ভাইরাস আতংকে যারা কাজে যেতে পারছে না তাদের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা পৌছে দেয়াই হচ্ছে আমদের মুল লক্ষ্য কেউ যাতে বলতে না পারে সরকার তাদের পাশে নেই। তিনি বলেন আগামী দিন গুলোতেও সরকার তাদের পাশে থাকবে এবং খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে।

 

তিনি সরকারের পাশাপাশি সমাজর বৃত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে এই সংকট মোকাবেলা করতে আমাদের বেগ পেতে হবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত