করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে শনিবার রাঙামাটির বিভিন্ন এলাকা ও মহল্লায় মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
সকালে শহরের মাঝেরবস্তী এলাকার সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণের মাধ্যমে এই কর্মসূচী শুরু করা হয়। এরপর তবলছড়ি বাজারে জেলা পরিষদের হস্থান্তরিত বিভাগ জনস্বাস্থ্য প্রকৌশল কর্তৃক স্থাপিত হ্যান্ড স্যানিটাইজেশন লিকুইট ও পানির জার উক্ত দুটি কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা।
পরে রাঙামাটির পোষ্ট অফিস কলোনী, কলেজ গেইট, ভেদভেদী, রাঙামাটি সাংবাদিক ফোরাম, দৈনিক গিরিদর্পন পত্রিকা অফিস’সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস্ বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.