মাটিরাঙায় দুর্নীতি প্রতিরোধ কমিটির দুর্নীতি বিরোধী সপ্তাহ উদ্যাপিত

Published: 28 Mar 2015   Saturday   

শনিবার আলোচনা সভা, পুরুস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্যে মাটিরাঙা উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির দুর্নীতি বিরোধী সপ্তাহ উদযাপিত হয়েছে।

 

 মাটিরাঙার একটি মাদ্রাসা মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বকাউল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক, রিয়াজ উদ্দিন, জাহিদ কালাম,মাটিরাঙা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য সাংবাদিক আব্দুল হালিম।

 

সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ ভূমিকা রাখার জন্যে বিশিষ্ঠ গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।  

--হিলবিডি২৪/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত