করোনা ভাইরাসের সংক্রম ঠেকাতে সরকারের ছুটি ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি শহরের দোকানপাট ও যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে শহরের রাস্তাঘাট এখন জন শূন্য হয়ে পড়েছে।
জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রম ঠেকাতে সরকারের ছুটি ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি শহরের কাচাবাজার, ঔষধের দোকান ছাড়া সকল ধরনের দোকানপাট রয়েছে। রাঙামাটি থেকে অন্যান্য জেলার সাথে দুরাপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে রাঙামাটির জেলা শহরকে লক ডাউন না করলেও রাঙামাটি শহরের একমাত্র গণ পরিবহন সিএনজি অটোরিক্সা বন্ধ থাকায় রাঙামাটি কার্যত লকডাউন হয়ে গেছে। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। তবে রাস্তাঘাট ফাকা থাকলেও জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী শহরের ৪ টি মোবইল টিমে ভাগ হয়ে শহরের বিভিন্ন পাড়া, মহল্লায় টহল দিচ্ছেন। রাস্তাঘাটে দুজনকে একসাথে চলাফেরা না করাসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে লোকজনদের সর্তকতা ও সচেতনা সৃষ্টি করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.