রাঙামাটিতে বিভিন্ন স্থানে অভিযানে উদ্ধার হওয়া প্রায় ২০লক্ষ টাকার মাদক দ্রব্য আলামত ধ্বংস করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২০১৯-২০২০ অর্থবছরে রাঙামাটি পার্বত্য জেলা সদর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার বিকালে শহরের বিজয় স্মরণীস্থ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মশিউর রহমানের উপস্থিতিতে প্রায় ২০লক্ষ টাকার মাদক দ্রব্য আলামত ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের উপ-পরিদর্শক মো.জসিম উদ্দিন,উপ-সহকারি পরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রিসহ কার্যালয়ের অন্যান্য কর্মচারিরা।
রাঙামাটি জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আবদুল হামিদ জানান,২০১৯ সালের ৪এপ্রিল রাঙামাটিতে তিনি যোগদানের পর থেকে গেল ২৫ মার্চ কর্মস্থল ত্যাগ পর্যন্ত জেলা প্রশাসক,গোয়েন্দা সংস্থা,সেনাবাহিনী ও পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় পার্বত্য জেলা রাঙামাটিতে মাদক দ্রব্য অভিযানে ব্যাপক সফলতা অর্জন করতে পেরেছেন। যা তার একার পক্ষে সম্ভব হতো না।
তিনি আরো জানান,তার কার্য দিবসকালে বিভিন্ন সময়ে অভিযানকৃত প্রায় ২০ লক্ষ টাকার মাদক দ্রব্য আলামত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। যে সব মাদক দ্রব্য আলামত ধ্বংস করা হলো সেগুলোর মধ্যে রয়েছে দেশীয় চোলাই মদ ৩৭৮ লিটার,গাঁজা-৬০০ গ্রাম,বিদেশী বিলাতী মদ-১৮২ বোতল,বিহার ক্যান বিদেশী-২৪টি ও ইয়াবা-২০৬৪ পিচ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মশিউর রহমান জানান, তার উপস্থিতিতে এসব মাদক দ্রব্য আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত আলামত জব্দের তালিকা দেখে দেখে তা ধ্বংস করা হয়েছে। প্রতিটি নাগরিকের দায়িত্ব মাদককে না বলা। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.