করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার থেকে রাঙামাটিতে কাঁচাবাজার,মোদির দোকান, ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাত বন্ধের নির্দেশ দিয়ে জেলা প্রশাসন। এছাড়া গণ জমায়েত এড়াতে বুধবার ও শনিবারের সকল সাপ্তাহিক হাটবার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাইকিং এর মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা তথ্য অফিসের মাইকিং এ জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটিতে কাঁচাবাজার,মোদির দোকান, ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাত বন্ধের নির্দেশ দিয়ে জেলা প্রশাসন। এছাড়া গণ জমায়েত এড়ানোর লক্ষ্য বুধবার ও শনিবারের শহরের সকল সাপ্তাহিক হাটবার বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া অন্তঃ উপজেলার সাথে জেলা সদরের মধ্যে নৌ পথে লঞ্চ চলাচল রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুধবার সকালের দিকে জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ জেলা প্রশাসন কার্যালয় ও যানবাহনে জীবানু নাশক স্প্রে ছিটিয়ে দিয়ে কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
উদ্ধোধনের পর জেলা প্রশাসক নিজেদের বাড়ীর আঙ্গিনা, যানবাহনগুলো ব্লিচিং পাউডারযুক্ত পানি দিয়ে স্প্রে করার আহ্বানের পাশাপাশি সচেতনা ও পরিস্কার পরিচ্ছন্নতা থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.