রাঙামাটিতে করোনা প্রতিরোধে জেলা ছাত্রলীগের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ

Published: 22 Mar 2020   Sunday   

করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  রোববার রাঙামাটিতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।



সকাল ১০টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে রাঙামাটি শহরের বৃহত্তর বনরুপাসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। বিভিন্ন স্থানে পথচারী, ট্রাফিক পুলিশ, সিএনজি চালক ও সাধারণের মানুষের মাঝে এই সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।



কেন্দ্রীয় ছাত্রলীগ ও রাঙামাটির স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির নির্দেশে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি অব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার নেতৃত্বে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এই কার্যক্রমে অংশ নেন।



এসময় আব্দুল জব্বার সুজন বলেন, আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। এ কারণে আমরা জনসচেতনতামূলক নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা অনেকেই স্যানিটাইজার পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছেন। বাজারেও এসব প্রস্তুতিমূলক পণ্য পাওযা যাচ্ছে না।  ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ  এসব কিনতে পারছেন না।  ছাত্রলীগ তাদের হাতে স্যানিটাইজার পণ্য পৌঁছাতে কাজ শুরু করেছে।


সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, ছাত্রলীগের নেওয়া এ উদ্যোগ সারা দেশে মত রাঙামাটির সব উপজেলায় ছড়িয়ে দিতে সংগঠনের সব নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।



সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রলীগ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ৩ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং সচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিলি করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত