রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিশেষ প্রার্থনা

Published: 21 Mar 2020   Saturday   

বিশ্বের সব দেশকে করোনার সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনায় ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও তার পরিবার।


শনিবার রাঙামাটি রাজ বনবিহারে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ও তার পরিবার বিশেষ প্রার্থনা করেন। এসময় জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা, রাজ বনবিহার পরিচালনা কমিটির সদস্য রনেন্দ্র চাকমা রিন্টু’সহ ধর্মীয় গুরুরা উপস্থিত ছিলেন।


বিশেষ প্রার্থনার মধ্যে ছিল সংঘ দান, বুদ্ধমুর্তি দান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান’সহ নানাবিধ দান। 


জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। প্রাণঘাতী করোনা ভাইরাস যেন ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে ও নতুন করে যেন কেউ এতে আক্রান্ত না হয় সে লক্ষ্যে এ বিশেষ প্রার্থনা ও নানাবিধ দান। তিনি বলেন, সরকারি ও বেসরকারিভাবে এ ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। পরিবার বা সমাজের আশপাশে যারা আছেন তাদেরকেও সচেতন করতে হবে।


তিনি করোনা বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শেষে পরিষদ চেয়ারম্যান রাজ বনবিহারের পাশে বিশ^ শান্তি প্যাগেডা (ধর্মীয় প্রতিষ্ঠান) এর জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত